চট্টগ্রামে তিন থানায় ওসি রদবদল
চট্টগ্রামে তিন থানায় ওসি রদবদল
এম মনির চৌধুরী রানা
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তিনটি থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ আজ ৩০ জুলাই বুধবার থেকে কার্যকর হবে বলে জানিয়েছে সিএমপি।
সিএমপি কমিশনার মো: হাসিব আজিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদলের বিষয়টি জানানো হয়। আদেশ অনুযায়ী, চকবাজার থানার বর্তমান ওসি মো. জাহেদুল কবিরকে বদলি করে পাঠানো হয়েছে চান্দগাঁও থানায়। এদিকে বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীনকে পদায়ন করা হয়েছে চকবাজার থানায়।
অপরদিকে, চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিনকে বদলি করে পাঠানো হয়েছে বন্দর থানায়। পুলিশ কমিশনারের স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, “জনস্বার্থে জারিকৃত এ আদেশ পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স