রানা ইসলাম বদরগঞ্জ রংপুর : রংপুরে বদরগঞ্জে রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে ২ লক্ষাধিক টাকার মাছ নিধন করলেন দুর্বৃত্তরা। এছাড়াও পুকুরে পাড়ে লাগানো বিভিন্ন জাতের চারাগাছ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। এমন অমানবিক ঘটনা ঘটেছে মঙ্গলবার ২৯ জুলাই দিবাগত রাতে উপজেলা রাধানগর ইউনিয়ন দিলালপুর সাঁতারপাড় গ্রামে।
এবিষয়ে ভুক্তভোগী লোকমান হোসেন সাংবাদিকদের কাছে এ ঘটনার জন্য সন্দেহভাজন হিসেবে দায়ী করলেন একই গ্রামের পূর্ব শত্রুতার অভিযোগ তোলা চার ব্যাক্তির নাম তারা হলেন- হবিবার রহমান, সেরাজুল ইসলাম, কাইলট্যা,মিজানুর রহমান।
ভুক্তভোগী অভিযোগ ও সরজমিনে যেয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, স্হানীয় লোকমান হোসেন মালিকাধীন পুকুরে অধীক মুনাফার আশায় প্রায় দুই মাস আগে বিভিন্ন প্রজাতির মাছ ছাড়ে। মাছগুলো বেশ ভাল ভাবে বেড়ে উঠছিল। বুধবার সকালে লোকমান হোসেন ঘুম থেকে উঠে পুকুরের পাড়ে যেয়ে দেখে তার সব মাছ মরে ভেসে আছে। মাছগুলো অপরিপক্ক ছিল। একটি মাছ ২-৩ কেজি পর্যন্ত পুকুরে বেড়ে ওঠে। তারপর মাছগুলো বাজারজাত করন করা হয়। এছাড়া পুকুরে পাশে লাগানো শতাধিক বিভিন্ন গাছের চারা উপড়ে ফেলানো হয়।
পুকুরে পাশে বাসা শিরিনা আক্তার নামে এক নারী বলেন, রাইতোত কখন যে মারছে আমরা বলতে পারছিনা। তবে তিনি বলেন, কাজটা চরম অন্যায় হয়েছে।
আমেনা বেগম নামে আরেক নারী বলেন, আমি যতদুর জানি লোকমান সাহেবের সঙ্গে এই গ্রামের মিজানুর, হবিবার,সেরাজুল, এমার সঙ্গে দ্বন্দ্ব আগে থেকে। তারা তো কায়ো বাড়িত নাই।
ভুক্তভোগী লোকমান হোসেন অভিযোগে পরিপেক্ষিতে অভিযুক্ত চার ব্যাক্তির বাড়িতে গেলে তাদের পাওয়া যায়নি তবে গ্রামবাসী কয়েকজন বলেন, এঘটনার পর থেকে তারা পলাতক।
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম আতিকুর রহমান বলেন, এঘটনায় ভুক্তভোগী অভিযোগ পায়নি। পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।