ঢাকা , শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেন স্ট্রোকে আক্রান্ত জয়ন্ত চৌধুরীর বাঁচার করুন আকুতি।

বিশেষ প্রতিনিধি
আপডেট সময় : ২০২৫-০৭-৩০ ১৪:৫৬:৪৭
ব্রেন স্ট্রোকে আক্রান্ত জয়ন্ত চৌধুরীর বাঁচার করুন আকুতি। ব্রেন স্ট্রোকে আক্রান্ত জয়ন্ত চৌধুরীর বাঁচার করুন আকুতি।
 
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : ঝালকাঠির বিনয়কাঠী ইউনিয়নের শুভংকরকাঠী গ্রামের টকবগে যুবক জয়ন্ত চৌধুরী ৩২। ঢাকায় সাভারে একটি ইপিজেডে শ্রমিকের কাজ করতেন তিনি। চার মাসের অন্তঃস্বত্ত্বা স্ত্রী ও বৃদ্ধ বাবা-মাকে নিয়ে তার সংসার। তিন মাস পূর্বে জয়ন্ত চৌধুরীর ব্রেন স্ট্রোক হয়। গ্রামের শেষ সম্বল জমিজমা টুকু বিক্রি করে ৬ লক্ষাধিক টাকা ব্যয় করে সাভার এনাম হাসপাতালে তখন তার ব্রেন অপারেশন করা হয়। স্ট্রোকের কারনে তিনি দৃষ্টি শক্তিও হারিয়ে ফেলেছেন। 

 
সেই থেকে তিনি বাসায় শয্যাশায়ী। তার চোখের চিকিৎসা ও ব্রেনে (মস্তিস্ক) দ্বিতীয় দফা অস্ত্রোপচার করতে আরও প্রায় ৫ লক্ষাধিক টাকা প্রয়োজন। অর্থাভাবে তার ব্রেনে দ্বিতীয় দফা অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছেনা। তার চিকিৎসা করাতে গিয়ে জমিজমা বিক্রি ও ধারদেনা করে দরিদ্র পরিবারটি নিঃস্ব হয়ে পড়েছে।

 
জয়ন্ত চৌধুরী ছিলেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি ব্রেন স্ট্রোক করে শয্যাশায়ী হওয়ায় তার পরিবারে ঘোর অমানিশার অন্ধকার নেমে এসেছে। গোটা পরিবার দিশেহারা হয়ে পড়েছেন। 


গুরুতর অসুস্থ জয়ন্ত চৌধূরী বাঁচার করুন আকুতি জানিয়েছেন। তার উন্নত চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে সমাজের সহৃদয়বান ব্যক্তিদের কাছে সহায়তা কামনা করা হয়েছে। "মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য" মানবিকতার এ মূলমন্ত্র অনুধাবন করে দেশ-বিদেশের সহৃদয়বান ব্যক্তি ও প্রতিষ্ঠান অসুস্থ জয়ন্ত চৌধুরীর পাশে সহায়তার হাত প্রসারিত করে সুচিকিৎসার মাধ্যমে তার সুস্থ জীবন ফিরে পেতে ভূমিকা রাখবেন এমনটিই প্রত্যাশা তার অসহায় স্ত্রী ও বাবা-মাসহ পরিবারের। 




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ