ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে রাস্তায় দুর্বৃত্বের দ্বারা খুনের শি'কার হয়েছেন মোস্তফা কামাল নামে একজন ব্যবসায়ী।
মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নি'হত ব্যবসায়ী মোস্তফা কামাল কালিকচ্ছ নন্দীপাড়া গ্রামের সাবেক বিডিআর সদস্য যু'দ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মর'হুম মমিন মিয়ার ছেলে।
জানা যায়, মোস্তফা কামাল রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাড়ির কাছেই রাস্তায় উৎ পেতে থাকা কে বা কারা তাকে মাথায় ও ঘাড়ে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। পরে একজন পথচারী তাকে এই অবস্থায় পরে থাকতে দেখে বাড়িতে পরিবারের লোকদের খবর দেন। সেখান থেকে তাঁকে উ'দ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের দাবী এটি একটি একটি পরিকল্পিত হত্যা কান্ড। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।