বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালত ১৬ হাজার টাকা জরিমানা।
আপডেট সময় :
২০২৫-০৭-৩০ ০১:৪২:৫৩
বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালত ১৬ হাজার টাকা জরিমানা।
এম মনির চৌধুরী রানা।
বোয়ালখালীতে পণ্যে মোড়ক ব্যবহার না করা, অননুমোদিত পণ্য বিক্রয়ের জন্য সংরক্ষণ করা, বিক্রয়ের উদ্দেশ্যে নিষিদ্ধ পলিথিন মজুত করা ইত্যাদি কারণের জন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) উপজেলার কালুরঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন, বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: রহমত উল্লাহ।
অভিযানে সংশ্লিষ্ট আইনে মা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, হক স্টোরকে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও অন্য একটি প্রতিষ্ঠানকে ১হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ জানান, জনন্বার্থে অভিযান অব্যাহত থাকবে। এ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন, বোয়ালখালী থানা পুলিশের একটি দল ও উপজেলা প্রশাসনের স্টাফগণ।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স