ধর্ষণ মামলার আসামী শাহীন হোসেন কে গ্রেফতার করেছে র্যাব।
ধর্ষণ মামলার আসামী শাহীন হোসেন কে গ্রেফতার করেছে র্যাব।
নিজস্ব প্রতিবেদক : ধর্ষণ মামলার আসামী শাহীন হোসেন (৩৫) র্যাব কর্তৃক গাজীপুরের টঙ্গী হতে গ্রেফতার।
গত ২২/০৭/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৬.৩০ ঘটিকার সময় ভিকটিম (১৩) তার মায়ের নিকট হতে ১০ টাকা নিয়ে আসামী মোঃ শাহীন হোসেন (৩৫) এর মুদি দোকানে বিস্কুট কিনতে গেলে আসামী শাহীন ভিকটিমকে ঘরের মধ্যে পাকা কাঁঠাল দেখার কথা বলে ঘরের মধ্যে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম কান্নাকাটি করতে করতে বাড়িতে এসে তার মাকে বিষয়টি জানালে বাদী হয়ে তিনি অভিযোগ দায়ের করলে পাবনা জেলার চাটমোহর মামলা নং- ১২, তারিখ- ২৩/০৭/২৫ খ্রি., ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী- ২০২০) এর ৯(১) রুজু হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ধর্ষণে জড়িত আসামীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২৯/০৭/২০২৫ তারিখ বিকাল আনুমান ১৬.২৫ ঘটিকায় র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র্যাব-১ এর সহযোগীতায় জিএমপি গাজীপুর টঙ্গী পূর্ব থানার চেরাগআলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামী মোঃ শাহীন হোসেন (৩৫), পিতা- মোঃ আঃ কুদ্দুস, সাং- গুনাইগাছা, থানা- চাটমোহর, জেলা-পাবনা’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স