ঢাকা , বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

স্বেচ্ছাশ্রমে শ্যামগঞ্জ রেলক্রসিং এর রাস্তা মেরামত।


আপডেট সময় : ২০২৫-০৭-২৯ ২২:৫৭:০২
স্বেচ্ছাশ্রমে শ্যামগঞ্জ রেলক্রসিং এর রাস্তা মেরামত। স্বেচ্ছাশ্রমে শ্যামগঞ্জ রেলক্রসিং এর রাস্তা মেরামত।


ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে স্বেচ্ছাশ্রমে ১শ গজ সড়ক মেরামত করা হয়েছে। গৌরীপুর উপজেলা বিএনপির আহবায়ক আহমেদ তায়েবুর রহমান হিরণের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে মঙ্গলবার দুপুরে উপজেলার গৌরীপুর থেকে শ্যামগঞ্জ আঞ্চলিক সড়কের শ্যামগঞ্জ রেলক্রসিং এলাকায় ১শ গজ সড়কের বিশাল গর্ত মেরামত ও ভরাট করা হয়েছে।


এলাকাবাসীসূত্রে জানা গেছে, শ্যামগঞ্জ বাজারটি বাণিজ্যিক এলাকা। শ্যামগঞ্জ বাজার ময়মনসিংহর জেলার গৌরীপুর ও নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার সীমান্তে অবস্থিত। ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের মাঝামাঝি স্থানে এই বাজারটি অবস্থিত। এই সড়কটিতে দুই উপজেলার প্রায় ২০টি গ্রামের ২০-৩০ হাজার মানুষ ও স্কুল-কলেজের হাজার হাজার শিক্ষার্থী চলাচল করে থাকে।


গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জ বাজারের প্রবেশদ্বার রেলক্রসিং এর পূর্ব পাশের সড়কটিতে একটি গর্ত তৈরি হয়। দীর্ঘদিন যাবত সড়কটির মেরামত না করায় ও বৃষ্টির পানি জমে গর্তটি বিশাল আকার ধারণ করে। এতে যাতায়াতে ভোগান্তি পোহাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছিল। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়নি।


এ অবস্থায় এলাকাবাসী গৌরীপুর উপজেলা বিএনপির আহবায়ককে জানান। তিনি নিজ উদ্যোগে ও নিজ অর্থায়নে উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীদের নিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সড়কটি মেরামতের সিদ্ধান্ত নেন। এরপর সবাই মিলে গত মঙ্গলবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে অর্ধেক ইট, সুড়কি ও বালু ফেলে গর্ত ভরাট করে দিয়ে সড়কের মেরামতের কাজটি করেন।


এরপর বালুর বস্তা ফেলে ও এখন সড়কটি মানুষজন ও যান চলাচলের জন্য উপযোগী হয়েছে। 
শ্যামগঞ্জ বাজারের স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান বলেন, ‘এই সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। সড়কে গর্তের কারণে এই সড়ক দিয়ে ছোট-বড় যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতো। বিশাল গর্তে পরে গাড়িগুলো উল্টে গিয়ে গাড়ির ক্ষতি হতো এবং গাড়িতে থাকা যাত্রীরা পড়ে গিয়ে হাত-পা ভেঙ্গে হাসপাতালে ভর্তি হতে হতো।


আজকে উপজেলা বিএনপি’র আহবায়ক আহমেদ তায়েবুর রহমান হিরণের নিজ উদ্যোগে ও অর্থায়নে বিএনপির নেতাকর্মী ও আমরা স্বেচ্ছাশ্রম দিয়ে সড়কের গর্তটি মেরামত করেছি। 
এ সড়ক দিয়ে শ্যামগঞ্জ বাজার মইলাকান্দা, কাউরাট, মেছিডেঙ্গি, লামাপাড়া, গোবিন্দপুর, গজন্দর, গাভীশিমুল, গৌরীপুর সদর এবং এই সড়কটি দিয়ে সিধলা ইউনিয়নের বাসিন্দারা প্রশাসনিক কাজে উপজেলা সদরে নিয়মিত যাতায়াত করে থাকেন।


এছাড়াও, পূর্বধলা উপজেলার গোয়ালাকান্দা, লাউঘাইসহ ২০-৩০টি  গ্রামের লোকজন ও গৌরীপুর থেকে শ্যামগঞ্জ বাজার হয়ে নেত্রকোনা সদর, হিরণপুর, চল্লিশা, বারহাট্টা, মোহনগঞ্জ, সুনামগঞ্জের ধর্মপাশা ও পূর্বধলা উপজেলার বিভিন্ন স্থানে প্রতিদিন ২০-৩০ হাজার মানুষ যাতায়াত করে। সড়কটির দুরবস্থার কারণে সবাই খুবই কষ্টে ছিলেন। বিশেষ করে স্কুলগামী ছেলেমেয়েদের কষ্ট হচ্ছিল বেশি। এই ১শ গজ সড়ক পেরোতে হতো জীবনের ঝুঁকি নিয়ে। এখন সবারই কষ্ট লাঘব হয়েছে।



শ্যামগঞ্জ বাজারের ব্যবসায়ী রফিকুল ইসলাম রবি মিয়া বলেন, গর্তের জন্য সড়কে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হতো। বিএনপি নেতা হিরণের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে সড়কের মেরামতকাজ করছেন। আমরা সবাই এখন তার সুফল পাচ্ছি।


উপজেলা বিএনপি’র আহবায়ক আহমেদ তায়েবুর রহমান হিরণ বলেন, বর্ষায় এই রাস্তাটির অবস্থা বেহাল হয়ে পড়ে। এতে জনসাধারণ দূর্ভোগে পড়ে। আমি বিষয়টি জানার পর দলীয় নেতাকর্মীদের নিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্রায় ৩০ হাজার টাকা ব্যয়ে রাস্তটির ভাঙা অংশের মেরামত করে দিয়েছি। এতে স্কুল-কলেজ ও এলাকাবাসীর যাতায়াতে স্বস্থি ফিরে এসেছে।


তবে রাস্তাটির স্থায়ীভাবে সংস্কার ও মেরামতের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। 
রাস্তা সংস্কারকাজে অংশ নেন উপজেলা বিএনপি’র সদস্য আব্দুল মান্নান তালুকদার, পৌর বিএনপি’র সদস্য সচিব সুজিত কুমার দাস, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মনোয়ার খান সুপলভ, স্থানীয় বিএনপি নেতা সাবুল মিয়া, রফিক তালুকদার, আবু হুরাইয়া, উপজেলা শ্রমিক দলের সহ সাধারণ সম্পাদক আব্দুল হাই, সিধলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বাবুল মিয়া, শ্রমিক দল নেতা নজরুল ইসলাম সরকার, ইসলাম, ছাত্রদল নেতা ছোটন সরকার, রিপন সরকার, জাহিদ হাসান তামিম, পারভেজ মজুমদার, নুহাস খান, নূরে আলমসহ বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী। 




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ