ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রামুর ডাকাত শাহীনের সহযোগী আবছার বিজিবির হাতে আটক


আপডেট সময় : ২০২৫-০৭-২৯ ১৮:৪২:৪০
রামুর ডাকাত শাহীনের সহযোগী আবছার বিজিবির হাতে আটক রামুর ডাকাত শাহীনের সহযোগী আবছার বিজিবির হাতে আটক

হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি, (বান্দরবান) প্রতিনিধি : সীমান্ত চোরাচালানচক্রের প্রধান ডাকাত শাহীন বাহিনীর অন্যতম সহযোগী নুরুল আবছারকে (৩৪) আটক করে বিজিবি।

 
বিজিবি সূত্র জানিয়েছে- মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে রামুর গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল গ্রাম থেকে নুরুল আবছার কে ৪টি আগ্নেয়াস্ত্র ৮রাউন্ড গোলাবারুদ, ৬টি খালি খোসা সহ আটক করে নাইক্ষংছড়ির ১১ বিজিবি। 

 
গত ২১ জুলাই সীমান্তের জামছড়ি বিওপি কর্তৃক জব্দকৃত ৯ হাজার পিস বার্মিজ ইয়াবার মামলায় (মামলা নং-১৩, তারিখ ২১ জুলাই ২০২৫) পলাতক আসামী ছিল মো: নুরুল আবছার। সে রামুর গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল গ্রামের ফরিদুল আলমের ছেলে। ইতোপূর্বে নুরুল আবছার ২০২৪ সালের ১৪ মার্চ গর্জনিয়ার থিমছড়ি এলাকায় তালেব হত্যাকান্ডের সাথে ডাকাত শাহীনের বাহিনীর সাথে সরাসরি সম্পৃক্ত ছিল বলে দাবি বিজিবির।

 
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লে: কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন- সীমান্ত ও পাহাড়ে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত শাহীনের গরু ও মাদক চোরাচালানে নুরুল আবছার অন্যতম সহযোগী।


নুরুল আবছার ডাকাত শাহীনের মিয়ানমার থেকে আনা গরুর খামারের ম্যানেজার ছিল বলে জানা যায়। এছাড়া ডাকাত শাহীনের বর্তমান নানা এজেন্ডা বাস্তবায়নে জড়িত ছিল। আটককৃত আসামী নুরুল আবছারকে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ রামু থানায় হস্তান্তর, কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ