রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ন্যাপকিন কর্ণার উদ্বোধন করা হয়েছে। ২৮জুন (সোমবার) দুপুরে উপজেলার কাদিহাট উচ্চ বিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের এই কর্ণার প্রদান করা হয়।
উক্ত কর্ণার উদ্বোধন করেন, উপজলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী। নেটজ বাংলাদেশের সহযোগিতায় মানব কল্যাণ পরিষদের বাস্তবায়নে এবং শিক্ষার্থী ফোরামের উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ডাঃ সাজেকুর রহমান, উপজেলা সিএসও সম্পাদক হালিমা আক্তার ডলি, প্রধান শিক্ষক রমনী কান্ত, শিক্ষক পুস্পা রাণী সিনহাসহ ষ্টুডেন্ট ফোরাম সদস্যরা। বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে নারী ও কন্যা শিশুদের মানবাধিকার রক্ষা এবং সামাজিক অংশগ্রহণ জোরদারকরণ (হোপ) প্রকল্পের আওতায় উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থী ফোরাম সদস্যরা তাদের কার্যক্রম উপস্থাপন করেন।
অতিথিরা তথাকথিত কুসংস্কার ভেঙ্গে এরকম একটি উদ্যোগ বাস্তবায়নে সহযোগীতার জন্য সকলকে ধন্যবাদ জানান। এই উদ্যোগ মেয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্যরক্ষায় যেমন ভূমিকা রাখবে তেমনি সহায়ক হবে তাদের সামনে এগিয়ে যাওয়ার।