নাদিম হায়দার বিশেষ প্রতিনিধি : মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ঐতিহ্যবাহী শুলপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার সকাল ১০ টায় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অনন্ত কুমার চক্রবর্তীর সঞ্চালনায় পবিত্র কুরআন, গীতা এবং বাইবেল পাঠের মাধ্যমে এবং প্রধান শিক্ষক মো. আব্দুল কাদের এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি (এডহক) মো. ওহাব শেখ।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি, মুন্সিগঞ্জ-০১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শেখ মো. আব্দুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. ছিদ্দিক মোল্লা, রাজানগর সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান, কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাছিম খান। প্রধান অতিথি স্কুলের মানের ভূয়সী প্রশংসা করেন এবং বিদ্যালয়ের মানোন্নয়নের জন্য দিক নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, এ বিদ্যালয়ে মুসলিম, হিন্দু এবং খ্রিস্টান তিন ধর্মের শিক্ষার্থী রয়েছে যা খুবই সুন্দর ও সম্প্রতির একটি উদাহরণ। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু লেখা পড়ায় ভালো হলেই ভালো মানুষ হওয়া যায়না আদর্শবান হতে হবে, নেশা থেকে দূরে থাকতে হবে। তোমরা আগামীর ভবিষ্যৎ তাই ভালো মানুষ হয়ে দেশের হাল ধরতে হবে। স্কুলের উন্নয়নে আলোচনা সাপেক্ষ পাশে থাকার আশ্বাস দেন।
পরিশেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানের মাধ্যমে এবং শেখ মো. আব্দুল্লাহর সৌজন্যে অগ্নি নির্বাপক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় এবং অভিভাবকদের মাঝে অগ্নি নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান শেষে বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের হাতে অগ্নি নির্বাপক সরঞ্জামাদি তুলে দেন বিএনপি নেতা শেখ মোঃ আব্দুল্লাহ্।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা হাতে-কলমে অগ্নি নিরাপত্তা কৌশল, অগ্নি প্রতিরোধ ও নির্বাপক যন্ত্রের সঠিক ব্যবহার এবং উদ্ধার প্রক্রিয়া সম্পর্কে জানার সুযোগ পান।
এসময় মাইলস্টোন স্কুলের বিমান দূর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের আশু রোগমুক্তী কামনায় দোয়া করা হয়।