সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ২নং আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও ঝাবরগাছি গ্রামে সাপে কামড়ে এক গৃহবধূর মৃত্যু।
স্থানীয় সুত্রে জানা যায় যে, ২৭ই জুলাই রবিবার সকাল আনুমানিক ৭.০০ঘটিকার সময় গৃহবধূ সম্পা রাণী (২০) নিজ বাড়ির নলকূপে গোসল করতে গেলে বিষধর সাপ তাকে দংশন করে, এ অবস্থায় শম্পা রানী কান্নাকাটি করে। তার কান্নাকাটির আওয়াজ শুনে সবাই এগিয়ে আসে এসে দেখে তাকে সাপে কামড় দিয়েছে।
বাড়ির লোকজন সম্পা রাণীর সর্পদংশনের বিষয়টি নিশ্চিত হয়ে স্থানীয় ওঝার কাছে ঝাড়-ফূকের জন্য নিয়ে যায়। ওঝার-ঝাড় ফুকে বিষ নামাতে ব্যার্থ হলে, পরবর্তীতে সম্পা রাণী মৃত্যু কোলে ঢলে পড়ে। ২নং আমগাওঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ হবিবর রহমান চৌধুরী সাপের কামড়ে নারীর মৃত্যুর ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।