বিপুল পরিমান গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র্যাব।
বিপুল পরিমান গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র্যাব।
নিজস্ব প্রতিবেদক : আনুমানিক চার লক্ষ পঁয়ষাট্টি হাজার টাকা মূল্যমানের ১৫.৫ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী ফরিদপুরের ভাঙ্গা টোল প্লাজা হতে র্যাব-১০ কর্তৃক গ্রেফতার।
অদ্য ২৬/০৭/২০২৫ তারিখ বিকাল আনুমান ১৭.১০ ঘটিকায় র্যাব-১০, এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ভাঙ্গা টোল প্লাজা এলাকায় চেক পোস্ট স্থাপন করে নড়াইল এক্সপ্রেস ঢাকা মেট্রো-ব-১২-৩৬০১ নামক বাস থামিয়ে তল্লাশি কালে আনুমানিক ৪,৬৫,০০০/- (চার লক্ষ পঁয়ষাট্টি হাজার) টাকা মূল্যমানের ১৫.৫ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের নাম ১। মো: কামাল খান (৪৬), পিতা- মৃত তফসীর খান ও ২। তাসলিমা বেগম (৩৬), স্বামী- মো: কামাল খান, উভয় সাং- বাহারা খানপাড়া, থানা- মুকসুদপুর, জেলা- গোপালগঞ্জ বলে জানা যায়।
প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ পরস্পর যোগসাজশে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফাতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বিভিন্ন থানায় ০৭ (সাত) টি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স