তানোরে ইউপি সদস্যর পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধনের অভিযোগ
আপডেট সময় :
২০২৫-০৭-২৭ ১৪:১৮:০৫
তানোরে ইউপি সদস্যর পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধনের অভিযোগ
দেলোয়ার হোসেন সোহেল তানোর থেকে : রাজশাহী তানোর মাছচাষি ইউপি সদস্য রুস্তম আলির পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা বলে অভিযোগ উঠেছে। শুক্রবার ( ২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার তালন্দ ইউনিয়নের দেবীপুর এলাকার একটি পুকুরে এ ঘটনা ঘটে। এতে ওই মাছ চাষির ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে দাবি ওই মাছচাষির।
জানা গেছে, উপজেলার তালন্দ ইউপির সেলামপুর গ্রামের রুস্তম আলি দির্ঘদিন ধরে দেবীপুর মৌজার ৩৫৫ দাগে ৩৯ শতক পুকুর চাষ করে আসছিলেন প্রতিদিনের ন্যায় পুকুর দেখাশুনা করে সন্ধ্যার আগে বাসায় জান। পুকুর রাস্তার পাশে হওয়ায় পুকুরে মাছ মরা দেখে অনুমানিক রাত ৮ টায় পুকুর মালিক কে খবর দিলে পুকুরে এসে দেখে পুকুরের সব মাছ মরে যাচ্ছে। উল্লেখ্য এর আগেও রুস্তম আলীর পুকুরে গ্যাস দিয়ে মাছ নিধন করা হয়েছিল।
ক্ষতিগ্রস্ত রুস্তম আলীর ছেলে রায়হান বাদী হয়ে একিই গ্রামের ৫ জনের নামে থানায় অভিযোগ করেছেন তারা হলেন, গোলাম রাব্বানী (৪৭), পিতা-মৃত ফয়েজ উদ্দিন, আব্দুল হান্নান (৫৫), পিতা-মৃত চেরু মিয়া,আব্দুর রাজ্জাক (৩৫),আতিকুল ইসলাম (৩৮), শরিফুল ইসলাম (৩৫) সর্ব পিতা-মৃত ফয়েজ উদ্দিন।
এবিষয়ে অভিযোগের বাদী রয়হান বলেন, উপরোক্ত আসামীদের সাথে আমাদের জায়গা জমি নিয়ে পূর্ব শত্রুতা রয়েছে প্রায় ৬ মাস আগেও তারা আমাদের এই পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধন করেছিলো যেহেতু আমাদের অনেক পুকুর আছে মাছের ব্যবসা করি। সে জন্য কোন মামলা বা অভিযোগ করি নাই। তবে এবার আমাদের পুকুরে ছোট্ট ছোট্ট বিভিন্ন প্রজাতির মাছের পোনা প্রায় ৩০/৪০ মন মাছ নিধন করেছে যার বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। আর এটা ওরা ছাড়া কেউ করবেনা কারণ আমাদের এলাকার কারো সাথে কোন প্রকার ঝামেলা নেই।
এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ আবজাল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স