ঢাকা , রবিবার, ২৭ জুলাই ২০২৫ , ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নান্দাইলে পালিত "জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ" গ্রহাণ অনুষ্ঠান।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৭-২৭ ১৪:০১:৪৯
নান্দাইলে পালিত "জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ" গ্রহাণ অনুষ্ঠান। নান্দাইলে পালিত "জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ" গ্রহাণ অনুষ্ঠান।


নিজস্ব প্রতিবেদক- তৌহিদুল ইসলাম সরকার : ময়মনসিংহের- নান্দাইল উপজেলায় “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ” অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ৯টা ৩০ মিনিটে ভার্চুয়ালী সমগ্র বাংলাদেশের সাথে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই আয়োজনে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক কার্যালয়ের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে ‘লাখো কণ্ঠে শপথ’ গ্রহণ করা হয়।


অনুষ্ঠানের শুরুতে শ্রদ্ধার সাথে ১ মিনিট নীরবতা পালন করা হয়, জুলাই শহীদদের স্মরণে এবং ১ মিনিট মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে। এরপর ভার্চুয়ালী সারা দেশের মানুষ একযোগে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।


শপথ পাঠে অংশগ্রহণকারীরা একটি নতুন মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে প্রতিজ্ঞাবদ্ধ হন। তারা ঘোষণা করেন- তারা সহিংসতা, দারিদ্র্য, নারী ও শিশু নির্যাতন এবং বৈষম্য দূরীকরণে সচেষ্ট হবেন। সেবার অভিগম্যতা নিশ্চিত করে সমাজের প্রান্তিক মানুষকে এগিয়ে নেবেন। নারী ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলবেন শহর থেকে গ্রাম পর্যন্ত। রাষ্ট্রকে সকলের অংশগ্রহণে সমৃদ্ধ ও মানবিক হিসেবে গড়ে তুলবেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়জুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা বেগম, জামায়াতে ইসলামী নান্দাইল পৌর আমীর মো. মাহতাবউদ্দিন, সিনিয়র সাংবাদিক আলম ফরাজী, বৈষম্যের শিকার শিক্ষার্থীদের প্রতিনিধি শেখ সাদী, জুলাই শহীদ পরিবারের সদস্যগণ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।


সবশেষে ভার্চুয়ালি সারা বাংলাদেশের মানুষ একযোগে অংশ নিয়ে লাখো কণ্ঠে শপথ পাঠের মাধ্যমে সমাপ্তি ঘটে এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের। সমাজের সর্বস্তরের মানুষকে একত্র করে সমাজ পরিবর্তনের অঙ্গীকারই ছিল এই অনুষ্ঠানের মূল বার্তা।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ