ঢাকা , রবিবার, ২৭ জুলাই ২০২৫ , ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে, দায় বহন করতে হবে ৩০-৪০ বছর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।


আপডেট সময় : ২০২৫-০৭-২৬ ২২:৪১:২৫
শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে, দায় বহন করতে হবে ৩০-৪০ বছর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে, দায় বহন করতে হবে ৩০-৪০ বছর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর। বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা মোটামুটি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ.এস.এম. আমানুল্লাহ।
 

তিনি বলেন, “শিক্ষা ব্যবস্থা আজ এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, এর ভার আগামী ৩০ থেকে ৪০ বছর বহন করতে হবে।” শনিবার (২৬ জুলাই) দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের কালব রিসোর্টে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
 

জাতীয়তাবাদী দল (বিএনপি) কালীগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে চলতি বছরের এসএসসি পরীক্ষায় স্থানীয় ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত ১৩২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
 

উপাচার্য প্রফেসর আমানুল্লাহ আরও বলেন, “৮ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার দিকে আগ্রহী করে তুলতে হবে। পাশাপাশি এই শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে।”
 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন। তিনি কৃতি শিক্ষার্থীদের মাদক ও ফেসবুকের ক্ষতিকর দিক থেকে দূরে থাকতে পরামর্শ দেন এবং দেশপ্রেম, মানবিকতা ও নৈতিক শিক্ষার চর্চা করতে উৎসাহিত করেন।
 

কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবীর মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হোসেন আরমান, বিএনপি নেতা আশরাফী হাবিবুল্লাহ, মনিরুজ্জামান খান লাবলু, শিক্ষক শাহাবুদ্দিন সিকদার, রেনুকা ইয়াসমিন, শিক্ষার্থী আপ্সরী ক্লারা গমেজ, সাদিয়া আক্তার বর্ষা ও আহমেদ ওয়ালিদ রেজা প্রমুখ।
 

অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
আয়োজনের শুরুতে জুলাই আন্দোলন এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ট্রাজেডিতে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং বিশেষ দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা ইয়াসিন মোল্লা।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ