ঢাকা , রবিবার, ২৭ জুলাই ২০২৫ , ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নিম্ন চাপের প্রভাবে মঠবাড়িয়ায় পানি বৃদ্ধি নিম্নাঞ্চল প্লাবিত।


আপডেট সময় : ২০২৫-০৭-২৬ ২২:৩৫:০৪
নিম্ন চাপের প্রভাবে মঠবাড়িয়ায় পানি বৃদ্ধি নিম্নাঞ্চল প্লাবিত। নিম্ন চাপের প্রভাবে মঠবাড়িয়ায় পানি বৃদ্ধি নিম্নাঞ্চল প্লাবিত।
 
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় নিম্ন চাপের প্রভাবে আজ (২৬/০৭/২০২৫) সকাল থেকে গুরি গুরি বৃষ্টি ও থেমে থেমে ঝড়ো  হওয়া। এতে আতঙ্কিত হয়ে পড়েছে নদী পাড়ের মানুষ। উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার সকল নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। 

 
বলেশ্বর নদীর তীরবর্তী গ্রাম তুষখালী, জানখালি, ভোলমারা, খেতাচিরা, মাঝেরচর যারা বেরীবাধের বাহিরে বসবাস করে তারা বেশি আতঙ্কের মধ্যে রয়েছে। পানিতে তাদের বসত ঘর তলিয়ে গেছে। ধানীসাফা বাজারের পাশে বেরীবাধ না থাকায় বাজারের মধ্যে পানি ঢুকে পড়েছে এতে ইউনিয়ন পরিষদ সহ সকল দোকানে পানিতে তলিয়ে গেছে। এদিকে, আমনের বীজতলা পানির নিচে তলিয়ে যাওয়ায় কৃষকের মাঝে দুশ্চিন্তা বেড়ে গেছে। 





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ