ঢাকা , রবিবার, ২৭ জুলাই ২০২৫ , ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ রাজস্থলীতে অনুষ্ঠিত। ​


আপডেট সময় : ২০২৫-০৭-২৬ ১৯:৩০:৫৯
জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ রাজস্থলীতে অনুষ্ঠিত। ​ জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ রাজস্থলীতে অনুষ্ঠিত। ​

মোঃ আইয়ুব চৌধুরী, রাজস্থলী প্রতিনিধি : নেই পাশে কেউ যার সমাজসেবার তার প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাঙ্গামাটির রাজস্থলীতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 


শনিবার (২৬ জুলাই) সকালে সারা দেশের ন্যায় একযোগে রাজস্থলী উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় রাজস্থলী উপজেলা মডেল মসজিদের হলরুমে এই শপথ পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্রের সভাপতিত্বে শপথ পাঠ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নওশাদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহরিয়াজ বিশ্বাস,রাজস্থলী  থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ, গণমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণিপেশার নারী পুরুষ। 


এসময় সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদের শপথ পাঠে উপজেলার সকল শ্রেণীপেশার নারী পুরুষ  অংশগ্রহণ করেন, এবং একটি বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মানে সকলেই দৃঢ় প্রতিজ্ঞা করেন। সকল স্তরের মানুষ মিলে যেনো অংশগ্রহণ মূলক একটি রাষ্ট্র গঠন করতে পারি সেজন্য সকলেই ঐক্যবদ্ধ হন।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ