মকবুল হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ সদর কোম্পানী র্যাব ১৪ কর্তৃক নিখোঁজের ৩দিন পর ভিকটিম উদ্ধার করেছে।
নেত্রকোণা জেলার পূর্বধলা থানাধীন হাটখোলা সাকিনের নিজ বাড়ী থেকে গত ০৩ দিন আগে, ভিকটিম তার নিজ বাড়ী থেকে নিখোঁজ হয়। ভিকটিম নিখোঁজের পর তার পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করতে থাকে।
পরবর্তীতে ভিকটিম ২৩ জুলাই ২০২৫খ্রি. রাত অনুমান ২২:৫০ ঘটিকায় আকুয়া বাইপাস এলাকায় র্যাব-১৪ ব্যাটালিয়ন এর প্রধান ফটকের আশে পাশে সন্দেহজনক ঘুরাফেরা করে। র্যাব-১৪ এর কর্মরত সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুল ইসলাম তাকে জিজ্ঞসাবাদ করে প্রাপ্ত তথ্য মতে তাকে উদ্ধার করে।
ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় সবার উপস্থিতিতে উদ্ধারকৃত ভিকটিম কে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।