রানা ইসলাম বদরগঞ্জ রংপুর।
রংপুরে বদরগঞ্জ উপজেলা আমার দেশ প্রতিনিধি এম এ সালাম বিশ্বাসের বাড়িতে হামলা ও ভাঙচুর করার অভিযোগ উঠেছে শাহিন গং বিরুদ্ধে। হামলার সময় সাংবাদিক সালাম বিশ্বাসকে বাড়িতে না পেয়ে বাড়ির পাশে একটি চায়ের দোকানে গিয়ে মারধর করে তাকে গুরুতর আহত করেছে একদল সন্ত্রাসী। মারধরে গুরতর আহত সালাম বিশ্বাস বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।
বুধবার রাত ১০টার দিকে বদরগঞ্জ নাগেরহাটে নিজ বাসভবনে সামনে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা কয়েকজন জানায়, সাংবাদিক সালাম বিশ্বাস চায়ের দোকানে চা খাচ্ছিল। পিছন থেকে অতর্কিতভাবে পাঁচ ৬ জন ব্যাক্তি এসে এলোপাথাড়ি মারপিট কিলঘুষি করতে থাকে।
এসময় সাংবাদিক সালাম বিশ্বাস মাটিতে লুটে পড়ে যায়। তার শরীরে অনেক রক্ত ঝরে।পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। তার মাথায় ২টা সেলাই করা হয়েছে। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এর আগে, সাংবাদিক সালাম বিশ্বাসের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় সন্ত্রাসীরা।
ঘটনাস্থলে যেয়ে জানা গেছে হামলাকারী সন্ত্রাসীরা হলো- নাগেরহাটের শাহিন, আরিফ, লিমন, রোস্তম, সেরাজুল ইসলাম, মুকুলসহ আরও ৭-৮ জন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
নাগেরহাট বন্দরে কয়েকজন বাসিন্দা বলেন, শাহিন গং বিশাল বাহিনী আছে।তারা এলাকায় বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত। আবার কেউ বালু ব্যবসায় জড়িত। এরা সাংবাদিক সালাম উপর হামলাকারী।
নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী বলেন, হামলাকারীর মধ্যে রোস্তম, শাহীন, অটো চার্যার গাড়ি,ব্যাটারী, মর্টার,,গরু চোরের সঙ্গে জড়িত।তাদের বিরুদ্ধে সাংবাদিক সালাম বিশ্বাস বিভিন্ন সময়ে ফেসবুকে লেখালেখি করে।এজন্য তার উপর হামলা হয়।
এ ঘটনায় সাংবাদিক নেতৃবৃন্দরা নিন্দা জানিয়েছে। একজন সাংবাদিকের ওপর ও তার বাড়িতে হামলা ন্যাক্কারজনকব ঘটনা উল্লেখ্য করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ।
বদরগঞ্জ থানার ওসি আতিকুর রহমান জানান, বিষয়টি জানতে পেয়ে তাৎক্ষণিক আমরা পুলিশ পাঠিয়েছি ঘটনাস্থলে। অভিযোগ হাতে পেলে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা হাসপাতালে মেডিকেল অফিসার লিমা আক্তার জানান, আহত সালাম বিশ্বাসের মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। শরীরের বিভিন্ন অংশে ফুলা জখম রয়েছে।