ঢাকা , শনিবার, ২৬ জুলাই ২০২৫ , ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মাইলস্টোন স্কুলে দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে কাউখালী উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আপডেট সময় : ২০২৫-০৭-২৪ ২০:৪৭:১২
মাইলস্টোন স্কুলে দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে কাউখালী উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাইলস্টোন স্কুলে দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে কাউখালী উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 
 
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা : পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপির আয়োজনে বুধবার (২৩ জুলাই) মাগরিব বাদ বিএনপির দলীয় কার্যালয়ে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে এক দোয়া মাহফিল অনুষ্টিত হয় 


উপজেলা বিএনপি'র সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন, সিনিয়র বিএনপি নেতা শাহ ইমরান ফারুক, উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ন আহবায়ক গিয়াসউদ্দিন অলি, সৈয়দ বাহাউদ্দিন পলিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন তালুকদার, রফিকুল ইসলাম রফিক সহ বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাও কর্মীরা।


অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা এইচ এম দ্বীন মোহাম্মদ। মিলাদ মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, কাউখালী উপজেলা ইমাম ও মোয়াজ্জেম সমিতির সভাপতি হাফেজ মাওলানা এবাদত হোসেন।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ