ঢাকা , শনিবার, ২৬ জুলাই ২০২৫ , ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মায়ানমারের ৭১ নাগরিককে স্বদেশে ফেরত পাঠালো বিজিবি


আপডেট সময় : ২০২৫-০৭-২৪ ১৬:৫৩:৪৭
মায়ানমারের ৭১ নাগরিককে স্বদেশে ফেরত পাঠালো বিজিবি মায়ানমারের ৭১ নাগরিককে স্বদেশে ফেরত পাঠালো বিজিবি
 
হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ নাইক্ষংছড়ির বাইশফাঁড়ী ও তুমব্রু বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে বসবাসকারী মায়ানমারের উপজাতি সম্প্রদায়ের ২০টি পরিবারের মোট ৭১ জন নাগরিককে পেশাদারিত্ব, ধৈর্য ও কৌশলগত তৎপরতার মাধ্যমে নিজ দেশে ফিরিয়ে পাঠিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

 
বিজিবি সূত্রে জানা যায়, বান্দরবানের নাইক্ষংছড়ি ঘুমধুম ইউনিয়নের তংচংঙ্গা ও হেডম্যান পাড়া এলাকায় মায়ানমার থেকে আগত কিছু উপজাতি পরিবার গত ১ থেকে ২ বছর ধরে স্থানীয় বাংলাদেশি উপজাতি জনগোষ্ঠীর সঙ্গে বসবাস করে আসছিল। মায়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাত, অনিরাপত্তা ও মানবিক সংকটের কারণে তারা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে আশ্রয় নিয়েছিল বলে জানা গেছে।

 
সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও অনুপ্রবেশ প্রতিরোধে মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ-এর নির্দেশনা ও “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এই ভিশন বাস্তবায়নের অংশ হিসেবে ৩৪ বিজিবি ব্যাটালিয়ন এ বিষয়ে শুরু থেকেই নিবিড় পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ করে আসছিল।

 
এরই ধারাবাহিকতায়, ২২ ও ২৩ জুলাই ২০২৫ তারিখে কৌশলগত ও মানবিক উদ্যোগের মাধ্যমে বাইশফাঁড়ী ও তুমব্রু সীমান্ত এলাকা থেকে ২০টি পরিবারের ৭১ জন মায়ানমার নাগরিককে নিরাপদভাবে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়। বিজিবি নিশ্চিত করে জানায়, বর্তমানে সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় আর কোনো মায়ানমার উপজাতি সম্প্রদায় অবৈধভাবে বসবাস করছে না।

 
৩৪ বিজিবি অধিনায়ক লে: কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি বিজিবি মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখেই সীমান্ত ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করে যাচ্ছে। অবৈধ অনুপ্রবেশ রোধ, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সব সময়ই সতর্ক ও প্রস্তুত রয়েছে।

 
এই উদ্যোগকে স্থানীয় প্রশাসন ও সীমান্ত এলাকায় বসবাসরত জনগণ সাধুবাদ জানিয়েছে, এবং ভবিষ্যতেও বিজিবি’র এমন পেশাদারিত্বপূর্ণ ও মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ