তামিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের মর্মান্তিক ঘটনার স্মরণে শেরপুরের নালিতাবাড়ীতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) জোহরের নামাজের পর উপজেলার তারাগঞ্জ উত্তরবাজারের ঐতিহ্যবাহী নূর জামে মসজিদ প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশন।
মাহফিলে নিহতদের রুহের মাগফিরাত, তাঁদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এতে মসজিদের মুসল্লিদের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সাকিব আহমেদ বলেন, স্কুলের মতো নিরাপদ স্থানে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনা পুরো জাতিকে শোকস্তব্ধ করেছে। এই শোক ভাষায় প্রকাশের নয়। আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং আহত শিশুদের দ্রুত সুস্থতা কামনা করছি।
তিনি আরও বলেন, যেকোনো জাতীয় দুর্যোগ ও সংকটে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সবসময় প্রস্তুত আছি।
মোনাজাত শেষে মাহফিলে উপস্থিত সকলে দেশব্যাপী প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।