ঢাকা , শনিবার, ২৬ জুলাই ২০২৫ , ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

উপজেলা সেচ কমিটির নির্ধারিত ভাড়ার অতিরিক্ত সেচ ফি আদায়ের প্রতিবাদে কৃষক সমাবেশ ও বিক্ষোভ।


আপডেট সময় : ২০২৫-০৭-২৪ ১৬:০৮:০২
উপজেলা সেচ কমিটির নির্ধারিত ভাড়ার অতিরিক্ত সেচ ফি আদায়ের প্রতিবাদে কৃষক সমাবেশ ও বিক্ষোভ। উপজেলা সেচ কমিটির নির্ধারিত ভাড়ার অতিরিক্ত সেচ ফি আদায়ের প্রতিবাদে কৃষক সমাবেশ ও বিক্ষোভ।


মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খনিজ শিল্পাঞ্চল মধ্যপাড়া (ভাদুরী) কাঁচা বাজারে উপজেলা সেচ কমিটি কর্তৃক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত পানি সেচ ভাড়া আদায়ের প্রতিবাদে গতকাল সন্ধ্যায় শত শত কৃষক সমবেত হয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন।


গুড়গুড়ি মহিউল উলুম দাখিল মাদ্রাসা শিক্ষক মোঃ কোহিনুর ইসলাম তাঁর বক্তব্য উপস্থাপন করে বলেন, গত ২৪ জুন সচেতন কৃষক গন গণস্বাক্ষর সহ প্রতিকার চেয়ে পার্বতীপুর উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী প্রোকৌশলী বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি সম্প্রসারন অধিদপ্তর, উপসহকারী প্রকৌশলী পার্বতীপুর গন আবেদন করার পরেও কোন প্রকার প্রতিকার মুলক ব্যাবস্থা গ্রহন না করায় আমরা বাধ্য হয়ে আজকে কৃষক সমাবেশের আয়োজন করেছি।


বক্তাগন দাবি করেন, এলাকার শান্তি প্রিয় কৃষক গন দীর্ঘ কয়েক বৎসর হতে নীরবে অতিরিক্ত সেচ ফি প্রদান করে আসছেন এখন সময় এসেছে প্রতিবাদ করার।


জানা গেছে, ইরি ও আমন মৌসুমে ধান চাষের ক্ষেতে পানি সরবরাহ কালিন ফি বাবদ সরকার নির্ধারিত তালিকার চেয়ে ৩/৪ হাজার টাকা অতিরিক্ত হাতিয়ে নিচ্ছেন গভীর নলকূপ মালিক আসাদুল হক (সাবেক মেম্বার) আকন্দ পাড়ার আবু বক্করের ছেলে মোহসীন আলী সহ অন্যান্য সেচ মেশিন মালিকগন ঐক্য বদ্ধ হয়ে সাধারণ কৃষক দের জিম্মি করে সর্বশান্ত করছেন।


সমাবেশে বক্তব্য রাখেন, মোঃ আনিসুল হক, কৃষক লুৎফর রহমান, ৭ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি দুলাল মিয়া, লক্ষিপুরের কৃষক আদু মিয়া, বন্দর পাড়ার কৃষক আজাহার মিয়া, মোঃ মানিক মিয়া প্রমুখ।


অতিরিক্ত সেচ ফি আদায় প্রসঙ্গে সেচ পাম্প মালিক আছাদুল হক (মেম্বার) তীব্র ক্ষোভের সঙ্গে বলেন, আমি দীর্ঘ কয়েক বৎসর হতে বিএনপির ওয়ার্ড সেক্রেটারি হিসাবে আছি, আন্দোলন কারী নেতৃত্বে কতিপয় বিএনপির লোকজন জড়িত, ইউনিয়ন চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেই সেচ ফি নির্ধারন করা হয়েছে আমি একাই তো সেচ পাম্প মালিক নই। ১০ নং হরিরামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি মোঃ এন্তাজুল হক মাষ্টার বলেন, কৃষকদের যে কোন সমস্যায় তার দলের দলীয় সাপোর্ট সব সময় অব্যাহত থাকবে।


অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মধ্যশিলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও বিএনপি নেতা মোঃ বরিউল ইসলাম জানান, কৃষক দের প্রতি যদি সেচপাম্প মালিক গন সহানুভূতি শীল না হয় প্রয়োজনে কৃষকরাও নিজ নিজ জমি হতে তাদের পাইপ তুলে ফেলতে হবে।


উপস্থিত সকলেই সংগঠিত হয়ে কৃষক দের প্রতিবাদ জোরদার করার আহবান জানান, সেই সঙ্গে সভাপতির বক্তব্যে প্রয়োজনে নিজ নিজ জমি হতে পাইপ তুলে ফেলতে হবে বিষয় টি কে সাধুবাদ জানিয়ে পরবর্তী করনীয় নির্ধারনে একত্বতা ঘোষণা করেন।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ