ঢাকা , শনিবার, ২৬ জুলাই ২০২৫ , ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ছবি গ্রেফতার


আপডেট সময় : ২০২৫-০৭-২৪ ১৫:১০:৫৭
বরিশালে সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ছবি গ্রেফতার বরিশালে সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ছবি গ্রেফতার



রাহাদ সুমন, বরিশাল : বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকাউয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবিকে গ্রেপ্তার করেছে মেট্রাপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ।


বুধবার (২৩ জুলাই) সকালে পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (২২ জুলাই) রাত ১১টার দিকে নগরীর জিলা স্কুল মোড় সংলগ্ন এলাকা থেকে মেট্রাপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে আটক করে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন, কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান। তিনি বলেন, মনিরুল ইসলাম ছবি বরিশালে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা, বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ অন্তত পাঁচটি মামলার এজাহারভুক্ত আসামি। ৫ আগস্ট থেকে তিনি আত্মগোপনে ছিলেন।


গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে বরিশাল তাকে মেট্রোপলিটন আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারের পাঠানোর নিদের্শ দেন।






 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ