মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : মৎস্য প্রজনন মৌসুমে মাছ সুরক্ষায় পিরোজপুরের মঠবাড়িয়ায় বলেশ্বর নদীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মাছধরার নিষিদ্ধ জাল ও মাছ শিকারের সরঞ্জামাদি জব্দ করেছে।
আজ বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কাইয়ূমের নেতৃত্বে বলেশ্বর নদীর কাটাখাল এলকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় দুইটি বেহেন্দী জাল, ৫টি চরগড়া জাল ও মাছ ধরার সরঞ্জামাদি জব্দ করা হয়।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা ও থানা পুলিশ উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত জাল ও মাছ ধরার সরঞ্জামাদি বড়মাছুয়া ফেরিঘাট এলকায় পুড়িয়ে বিনস্ট করা হয়। মঠবাড়িয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মোজাম্মেল হক বলেন, মৎস্য প্রজনন মৌসুমে মাছ সুরক্ষায় এ অভিযান অব্যহত থাকবে।