ঢাকা , বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ , ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নবীনগরে র‍্যাবের অভিযান-আলিয়াবাদ গোল চত্বর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার।


আপডেট সময় : ২০২৫-০৭-২৩ ২০:৩৫:৪৬
নবীনগরে র‍্যাবের অভিযান-আলিয়াবাদ গোল চত্বর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার। নবীনগরে র‍্যাবের অভিযান-আলিয়াবাদ গোল চত্বর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার।
 
 
আব্দুল্লাহ আল মামুন, নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া।


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় র‍্যাবের মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। সোমবার (২২ জুলাই) রাত ১০ টায় উপজেলার আলিয়াবাদ গোল চত্বর এলাকা থেকে এসব মাদক জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার পরিমাণ প্রায় ৩০ কেজি।

 
গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব এর একটি দল এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আলিয়াবাদ গোল চত্বর এলাকায় গাড়িগুলা তল্লাশি করে। একটি খালি পিকাপ এর ভেতর থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়।

 
র‍্যাব এর এক কর্মকর্তা জানায়, আসামীদের ভাষ্যমতে গাঁজার এই চালানটি বিজয়নগর এলাকা থেকে এনে নবীনগর হয়ে সাভার এর দিকে পাঠানোর পরিকল্পনা ছিল। 

 
র‍্যাবের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রায় ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি সংঘবদ্ধ মাদকচক্রের কাজ। আটকদের জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

 
অভিযানের সময় গোল চত্বর এলাকায় বেশ কিছুক্ষণ উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা র‍্যাবের এমন উদ্যোগকে স্বাগত জানায় এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি জানান।

 
উল্লেখ্য, নবীনগর উপজেলায় মাদকের প্রবাহ রোধে আইনশৃঙ্খলা বাহিনী বেশ কিছুদিন ধরেই সাঁড়াশি অভিযান পরিচালনা করে আসছে। এ অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার বড় সফলতা হিসেবে বিবেচনা করা হচ্ছে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ