মোঃ আসাদুল ইসলাম (আসাদ) দিনাজপুর প্রতিনিধি: র্যাব-১৩ সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি চৌকস দল সফল অভিযান চালিয়ে দুইজন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে এবং চুরি হওয়া একটি প্রাইভেট কার উদ্ধার করেছে।
২১ জুলাই ২০২৫ খ্রিঃ তারিখ বিকাল ৪টা’র সময় র্যাব সদস্যরা দিনাজপুর কোতয়ালী থানাধীন মির্জাপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকা থেকে বিশেষ অভিযানে ফাইয়াজ উদ্দীন সাজু (৩৫), পিতা- মৃত সামি উদ্দীন, সাং- পশ্চিম মিশন রোড, থানা- কোতয়ালী, জেলা- দিনাজপুরকে গ্রেফতার করে। একইদিনে ডায়াবেটিস মোড় এলাকা থেকে আরও এক এজাহারনামীয় আসামি নুর জামান (৪৩) কে আটক করা হয়।
অভিযানে চুরি যাওয়া একটি প্রাইভেট কার (রেজি নং- ঢাকা মেট্রো গ ১২-৫৭৫১) উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে সংশ্লিষ্ট কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।