ভালুকা প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় শহীদ নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সিমাহীন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে। সরেজমিন তদন্তে জানা গেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষন শিক্ষার্থীদের জন্য চ্যাম্পিয়ন পাবলিকেশনস এর গাইড বই বাধ্যতামুলক করেছেন।
জানা যায়, ওই পাবলিকেশনস এর নিকট থেকে মোটা অংকের অর্থের বিনিময়ে তিনি সকল শিক্ষার্থীদের জন্য গাইড বাধ্যতামুলক করেন। এছাড়াও অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষকের অনুমতি ক্রমে বিদ্যালয়ের শিক্ষকরা বিদ্যালয়েই শিক্ষার্থীদের প্রাইভেট/কোচিং করাচ্ছেন। বিনিময়ে নিচ্ছেন জনপ্রতি ৬০০ থেকে ৮০০ টাকা করে।
বিষয়টি নিয়ে সচেতন মহল ও অভিভাবকদের মাঝে নানা আলোচনা ও সমালোচনা সহ মিশ্র প্রতিকৃয়ার সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে অভিযোক্ত প্রধান শিক্ষক জেবুন্নাহার সকল অভিযোগ অস্বীকার করেন। অপর দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল বলেন, গাইড বই ব্যবহার সম্পুর্ন নিষিদ্ধ। কাজেই গাইড বই বাধ্যতামুলক করার কোন সুযোগ নেই। তিনি বলেন, অর্থনৈতিক লেনদেনের বিষয়টি আমার জানা নেই, আপনাদের কাছ থেকেই শুনলাম।
অপরদিকে বিদ্যালয়ে শিক্ষার্থীদের কোচিং করানোর বিষয়ে তিনি বলেন, বিদ্যালয়ে কোন দুর্বল শিক্ষার্থী থাকলে সর্বোচ্চ ১০ জনকে নিয়ে ব্যাজ করে প্রতিজনের কাছে সর্বোচ্চ ১৫০ টাকা করে ফি নিতে পারবে এবং ওই ফি বিদ্যালয়ের ফান্ডে জমা করতে হবে। এর বাইরে কোন শিক্ষার্থীর থেকে ৬০০/৮০০ টাকা নেবার কোন সুযোগ নেই। নিলে তা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত কাজ করেছে। তদন্ত করে প্রমান পেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।