ঢাকা , বুধবার, ২৩ জুলাই ২০২৫ , ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিদ্যালয়ের প্রহরীর কক্ষে সেনা অভিযানে দেশীয় মদের আস্তানা, আটক এক মাদক কারবারি


আপডেট সময় : ২০২৫-০৭-২২ ১৯:৫৪:৩২
বিদ্যালয়ের প্রহরীর কক্ষে সেনা অভিযানে দেশীয় মদের আস্তানা, আটক এক মাদক কারবারি বিদ্যালয়ের প্রহরীর কক্ষে সেনা অভিযানে দেশীয় মদের আস্তানা, আটক এক মাদক কারবারি

 

মোঃ আবদুল্লাহ আল মুকিম রাজু, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় শহরের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরীর কক্ষ থেকে দেশীয় মদের গুদাম উন্মোচন করেছে সেনাবাহিনী। সোমবার (২১ জুলাই) রাতে ধাক্কামারা এলাকার পঞ্চগড় পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এই অভিযান পরিচালিত হয়।

 

পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হকের নেতৃত্বে অভিযানে ২৪ বোতল দেশীয় মদ জব্দ করা হয়। এসময় জাহিদুল ইসলাম বাবু (৩৬) নামে কায়েতপাড়া এলাকার এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। অভিযানের সময় বিদ্যালয়ের নিরাপত্তা প্রহরী আইয়ুব আলী পালিয়ে যায়।

 

পরে আটক জাহিদুলের দেওয়া তথ্যে ভিত্তিতে শহরের পৌর খালপাড়া এলাকায় আরও এক দফা অভিযান চালানো হয়। সেখান থেকে ৪৯টি প্যাথারিন ইনজেকশন, ২৩টি বাটন মোবাইল, ৪টি স্মার্টফোন ও নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

 

সেনাবাহিনী আটক জাহিদুলকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করে। রাতেই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলায় জাহিদুল, পলাতক প্রহরী আইয়ুব আলীসহ মোট তিনজনকে আসামি করা হয়েছে।

 

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, “আটক জাহিদুলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

 

অভিযান সম্পর্কে মেজর আদনান মোর্শেদ আল হক বলেন, “জেলার আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছি। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।”

 

এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রহরীর কক্ষে মদের গুদাম থাকার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় অভিভাবক ও সচেতন মহল প্রশ্ন তুলেছেন, একটি স্কুলের প্রহরীর কক্ষে কীভাবে এমন অবৈধ কর্মকাণ্ড চলতে পারে? তাঁরা দ্রুত তদন্ত করে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছেন।

 

 

 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ