ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
র্যাপিড একশন ব্যাটালিয়ান র্যাব এলিট ফোর্স হিসাবে আত্বপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃন্যতম অপরাধ, যেমন মাদক, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজি, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রনী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২০ জুলাই রোজ মঙ্গলবার আনুমানিক সময় রাত ০২:০০ টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৯ সিপিসি ১ ব্রাহ্মনবাড়িয়ার একটি আভিযানিক দল বিজয়নগর থানাধীন সিঙ্গারবিল ইউনিয়নের কাশিননগর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৬০বোতল ইসকফ সিরাপ সহ ১ জনকে হাতেনাতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তি, (১) মোঃ জুনায়েদ চৌধুরী (২০) পিতা-আশিক চৌধুরী সাং নোয়াবাদী থানা বিজয়নগর জেলা ব্রাহ্মণবাড়িয়া।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামত সহ বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান।