আব্দুল্লাহ আল মামুন
নবীনগর উপজেলা প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ছাত্রদলের উদ্যোগে জুলাই শহিদ ও আহতদের জন্য এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুলাই ২০২৫) বাদে আছর উপজেলার মাঝিকাড়া গ্রামে হাফিজি মাদ্রাসায় দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।
এই দোয়া মাহফিলের মূল উদ্যোক্তা ছিলেন, নবীনগর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী, সাবেক সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও তফিকুল ইসলাম (তপু)।
মাহফিলে সভাপতিত্ব করেন মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বিশেষ দোয়া ও মোনাজাতে জুলাই গণঅভ্যুত্থান এ শহিদেরর জন্য আত্না মাগফিরাত এবং আহতদের জন্য সুস্থ্যতা কামনা করেন এবং নবীনগরে বিএনপির সংসদ সদস্য পার্থী কাজী নাজমুল হোসেন তাপস এর সুসাস্থ্য এর জন্য দোয়া করেন।
আয়োজক ছাএদলনেতা তফিকুল ইসলাম (তপু) বলেন, আমরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগকে স্মরণ করি এবং তাদের আদর্শকে লালন করি। এই মিলাদ ও দোয়া মাহফিল আমাদের দায়িত্ব ও চেতনা আরও জাগ্রত করবে। এ সময় ছাত্রদের মাঝে তবারক বিতরণ করা হয় এবং মিলাদ শেষে উপস্থিত সবার মাঝে আপ্যায়নের ব্যবস্থা ছিল।