যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার সংক্রান্ত ক্লুলেস হত্যায় জড়িত প্রধান আসামি জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে র্যাব।
যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার সংক্রান্ত ক্লুলেস হত্যায় জড়িত প্রধান আসামি জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে র্যাব।
নিজস্ব প্রতিবেদক : সিদ্ধিরগঞ্জে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার সংক্রান্ত ক্লুলেস হত্যায় জড়িত প্রধান আসামি জাহাঙ্গীরকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-১১।
বাংলাদেশ আমার অহংকার- এই স্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ১৫১ জন, আরসা সদস্য-১৫ জন, জঙ্গি-০১ জন, হত্যা মামলায় ১৫৬ জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ৬৪ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ১৯ জন গ্রেফতারসহ ৯২ টি অস্ত্র, ১২৯৩ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ৩৪৯ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে র্যাব-১১। পাশাপাশি ৬৩ জন অপহরণকারী গ্রেফতারসহ ৬৪ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ৬৭ জন, জেল পলাতক ৩৮ জন, প্রতারণার আসামী-১৫ জন সহ অন্যান্য অপরাধী প্রায় ৩৬৮ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র্যাব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
সিদ্ধিরগঞ্জে একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গা থেকে মাকসুদুল হাসান জনি (৩০) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ১৮ জুলাই, ২০২৫ ইং তারিখ রোজ শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী বাজার সংলগ্ন তাকওয়া টাওয়ার থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত মাকসুদুল হাসান জনি সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী বাজার সংলগ্ন এলাকার শুকুর আলীর ছেলে।
এর আগে, দুপুর ১২টার দিকে কয়েকটি শিশু নির্মাণাধীন তাকওয়া টাওয়ারে খেলতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা বিষয়টি জানতে পারে। পরে তারা সিদ্ধিরগঞ্জ থানায় খবর দেন। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মরদেহটি ভবনের লিফটের ফাঁকা জায়গায় জমে থাকা ময়লা পানির মধ্যে পাওয়া গেছে।
মৃতদেহে পচন ধরেছে। পুলিশের প্রাথমিক ধারণা যে, মাকসুদুল হাসান জনিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহটি ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তিতে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় ও গণমাধ্যম সূত্রে সিদ্ধিরগঞ্জে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধারের সংবাদটি প্রাপ্ত হয়ে র্যাব-১১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তীতে এই নৃশংস, নির্মম ও ক্লুলেস হত্যার সাথে জড়িত আসামি/আসামিদেরকে গ্রেফতারের জন্যে র্যাব-১১, নারায়ণগঞ্জ ছায়াতদন্ত শুরু করে।
এরই প্রেক্ষিতে নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ১৮/০৭/২০২৫ তারিখ ২১৪৫ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন বাগমারা বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে বর্ণিত সময় ও স্থান হতে উক্ত ক্লুলেস হত্যা মামলায় তদন্তে প্রাপ্ত পলাতক আসামি জাহাঙ্গীর (৩৮), পিতা-আঃ মমিন, সাং-বাগমারা, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ‘কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে বর্ণিত হত্যাকান্ডে সে তার জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেফতারকৃত আসামী জাহাঙ্গীরকে পরবর্তী আইনানুগ কার্যক্রম এর জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স