ঢাকা , শনিবার, ১৯ জুলাই ২০২৫ , ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজদিখানে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে উপজেলা বিএনপির বিক্ষোভ!

বিশেষ প্রতিনিধি
আপডেট সময় : ২০২৫-০৭-১৮ ২২:১১:৫২
সিরাজদিখানে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে উপজেলা বিএনপির বিক্ষোভ! সিরাজদিখানে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে উপজেলা বিএনপির বিক্ষোভ!
 

নাদিম হায়দার বিশেষ প্রতিনিধি

 
 
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও কুরুচিপূর্ণ অপপ্রচারের প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিক্ষোভ মিছিল করেছে, বিএনপি ও এর সহযোগী অঙ্গ সঙ্গঠনের নেতাকর্মীরা। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মুন্সীগঞ্জ জেলা বিএনপির ১নং আহবায়ক সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহর নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সিরাজদিখান বাজার সড়ক প্রদক্ষিন করে সন্তোষপাড়া গোপালবাড়ী মোড়ে গিয়ে শেষ হয়।
 
 
এতে, উপজেলার ১৪ টি ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের শহশ্রাধিক নেতাকর্মী অংশ নেয়। এসময় তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও কুরুচিপূর্ণ অপপ্রচারের প্রতিবাদে নানা শ্লোগান দেন নেতাকর্মীরা। পরে পথ সভার আয়োজন করা হয়। মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লার সঞ্চালনায পথসভায়  সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। 
 
 
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, উপজেলা বিএনপি সহ-সভাপত মোয়াজ্জেম  হোসেন বাবুল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রশুনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান মাহামুদ, উপজেলা বিনপির সাংগঠনিক সম্পাদক হাজী নুর হোসেন, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম অহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ফরহাদ, ইউনিয়ন বিএনপির সভাপতিদের মধ্যে জৈনসার সভাপতি নাজিমউদ্দিন শেখ, বাসাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মানিছউদ্দিন, চিত্রকোট ইউনিয়ন সভাপতি খোরশেদ আলম, রাজানগর সভাপতি মাহাবুব রহমান কাজল, মালখানগর সভাপতি আক্তারুজ্জামান টিটু, কেয়াইন ইউনিয়ন সভাপতি নাসিম খান, বয়রাগাদী ইউনিয়ন সভাপতি হাবিব সরকার, ইছাপুরা সভাপতি নজমুল হাসান।
 
 
এছাড়া উপজেলার বিভিন্ন ইডনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম, জসিমউদ্দিন, আবুল হোসেন, কেএম শাহ জামাল, আব্দুর রহিম, ওসমান হারুন ভূইয়া, জয়নাল শেখ, খোরশেদ আলম, এডভোকেট জামাল হোসেন বিপ্লব, উপজেলা বিএনপি নেতা মোজাম্মেল হোসেন পিন্টু, সাঈদ হোসেন, সেলিম মোল্লা, সোহরাব হোসেন রতন, উপজেলা যুবদলের আহবায়ক ইয়াছিন সুমন, সদস্য সচিব শাহাদাৎ শিকদার, সিনিঃ যুগ্ম- আহবায়ক দেলোয়ার হোসেন, জেলা যুবদলের যুুগ্ম-আহবায়ক মনোয়ার মোর্শেদ মাসুম, অহিদুল বেপারী মঞ্জু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজিজুল ইসলাম, সদস্য সচিব শেখ মোঃ রাসেল, উপজেলা কৃষকদলের সভাপতি হাফেজ আলমগীর, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জাসাস সভাপতি সাইফুল ইসলাম সানু সহ যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, কৃষক দল, ওলামাদল, মহিলাদল ও উপজেলার ১৪ টি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
 
 
 
 
 
 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ