ঢাকা , বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ , ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ ও মশাল মিছিল 


আপডেট সময় : ২০২৫-০৭-১৬ ২৩:২৩:৪৪
গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ ও মশাল মিছিল  গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ ও মশাল মিছিল 
 
 
আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধি। 

 
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি'র জুলাই পদযাত্রায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্র লীগের হামলার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ ও মশাল মিছিল হয়েছে।

 
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় এ বিক্ষোভ ও মশাল মিছিল করে ভোলা জেলা এনসিপির নেতাকর্মীরা। দেশব্যাপী জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রায পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী গোপালগঞ্জে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা এনসিপির পথযাত্রায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর হামলা চালায় ও ককটেল বিস্ফোরন ঘটায়। 

 
জুলাই বিপ্লবের এই অগ্রণী সৈনিকদের উপর ফ্যাসিস্ট আওয়ামী লীগের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ভোলায় এনসিপির নেতা কর্মীরা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোলা প্রেসক্লাবের চত্তর থেকে একটি বিক্ষোভ ও মশাল মিছিল করে। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা এই বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

 
ভোলা জেলা এনসিপি সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ইয়াছির আরাফাত, এনসিপি সংগঠক মু. মাকসুদুর রহমান, সদস্য মীর মোশারেফ অমি ও রাকিব হাসান।






 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ