ঢাকা , বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ , ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা জেলে নুর ইসলাম


আপডেট সময় : ২০২৫-০৭-১৬ ২১:২৫:১৫
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা জেলে নুর ইসলাম কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা জেলে নুর ইসলাম
 
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি মোঃ জাকারিয়া হোসেন।  

 
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের হেলিপ্যাড এলাকায়। 

 
জানা যায়, বুধবার (১৬ জুলাই) দুপুর আনুমানিক ১২ টার সময় নিজ ঘরে আড়ের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মৃত ছোরাপ ব্যাপারীর ছেলে নুর ইসলাম (৩৫)। 

 
নুর ইসলামের ছেলে জানান, ঘুম থেকে উঠে বাবাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে দড়ি কেটে নিচে নামানোর পর চিৎকার দিয়ে আমি অজ্ঞান হয়ে পড়ি।

 
স্থানীয় সূত্রে জানা যায়, নুর ইসলাম পাইকেরছড়া ইউনিয়নের হেলিপ্যাড এলাকার বাসিন্দা। সে পেশায় ছিলেন একজন জেলে, নদী থেকে মাছ ধরে বিক্রি করতেন। পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সংসারে সহযোগিতার জন্য ১২ বছর বয়সী ছেলে পাটেশ্বরী বাজারে একটি চায়ের দোকানে কাজ করতেন।

 
ছেলের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে নুর ইসলামকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার গলায় দড়ির স্পষ্ট দাগ রয়েছে।

 
পুলিশ তদন্ত করতে হাসপাতালে গেলে পারিবারিক কলহ বা ঋণের বিষয় জানতে চায়। এ সময় স্ত্রী জানান, তিনি তালিমে (ধর্মীয় শিক্ষা) ছিলেন। খবর পেয়ে হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে কোনো সমস্যা ছিল না। স্বামীর সম্পর্কে বলেন, “তিনি খুব ভালো মানুষ ছিলেন, তবে যা মনে চাইত, তাই করতেন।”

 
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ বলেন, এ বিষয়ে আমরা তদন্ত করতেছি। তদন্ত শেষে বলা যাবে কি ঘটনা ঘটেছে। এ বিষয়ে একটি ইউ ডি মামলা হবে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ