নিজস্ব প্রতিবেদক : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, আমরা উদ্বেগ-উৎকন্ঠার সাথে লক্ষ করছি বাংলাদেশকে কিছু দল মৃত্যুপুরী বানাচ্ছে। এরা রাজনীতির নামে অপরাজনীতি, ধর্মের নামে অধর্ম, মানবতার নামে সহিংসতা, শিক্ষার নামে অপশিক্ষা আর সংস্কারের নামে কুসংস্কার-অসভ্যতায় মেতে উঠেছে।
এদেরকে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এখনই প্রতিহত না করলে সারাদেশে সহিংসতা বাড়বে, গৃহযুদ্ধের পথে এগিয়ে যাবে বাংলাদেশ, যা আমাদের কারোই কাম্য নয়। গোপালগঞ্জে সংগঠিত ঘটনার প্রতিবাদে ১৬ জুলাই বিকেলে তোপখানা রোডস্থ কার্যালয়ে ‘বাংলাদেশ কোন পথে’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, নির্মমতা থেকে গত ১ বছরেও মুক্তি পায়নি বাংলাদেশ। কারণ অতিতের মত এখনো পুলিশ বাহিনীকে সরকার ব্যবহারের পাশাপাশি সেনা বাহিনীকেও ব্যবহার করছে ছাত্র-যুব-জনতার কণ্ঠরোধ করার জন্য। যা শুধু উদ্বেগেরই নয়; লজ্জার-ঘৃণার।
নতুনধারার নেতৃবৃন্দ এসময় বলেন, আগে ফ্যাসিস্টদের ব্যর্থতায় যেখানে-সেখানে নির্মমভাবে বাংলাদেশের মানুষকে হত্যা করা হতো আর এখন নোবেলজয়ী ড. ইউনূস শান্তিতে পুরস্কার পেলেও দেশে শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছেন। সভায় বক্তব্য রাখেন, নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, রুবেল আকন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় মোমিন মেহেদী দেশে শান্তি ফেরাতে ব্যর্থ হলে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করে তার আগের পেশায় ফিরে যাওয়ারও আহবান জানান।