জুলাই শহীদ দিবস উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের দোয়া মাহফিল
জুলাই শহীদ দিবস উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক : জুলাই শহীদ দিবস উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের দোয়া মাহফিল 'বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে পারলেই শহীদদের স্বপ্ন পুরণ হবে এবং তাদের আত্মা শান্তি পাবে' বিগত জুলাই বিপ্লবের আত্মদানকারী শহীদদের স্মরণে রাষ্ট্রঘোষিত জুলাই শহীদ দিবস উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব।
দোয়া মাহফিলে শহীদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় মোনাজাত করা হয়। বুধবার বিকেল সাড়ে ৪টায় সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার এর সঞ্চালনায় দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন- সিলেট মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি সালেহ আহমদ খছরু, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উপ পরিচালক মো. আব্দুল হক ও সহকারী পরিচালক দেলোয়ার হোসেন।
সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশের মুক্তিকামী মানুষ একটি বৈষম্যহীন দেশ গড়ার স্বপ্ন নিয়ে জুলাইয়ে বিপ্লব করেছিল। প্রায় দুই হাজার নিরিহ ছাত্রজনতা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, অর্ধলক্ষেরও বেশী মানুষ আহত হয়েছেন, হাজারো মানুষের অঙ্গহানি হয়েছেন। এতো রক্তদেয়ার পরও এখনো সর্বক্ষেত্রে বৈষম্য দূর হয়নি। এতো শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদমুক্ত নতুন দেশে সর্বক্ষেত্রে সমঅধিকার বজায় রেখে একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে পারলেই কেবল শহীদদের স্বপ্ন পুরণ হবে এবং তাদের আত্মা শান্তি পাবে। অন্যথায় এসব শহীদরা আমাদেরকে ক্ষমা করবে না।
দৈনিক বিজয়ের কণ্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার এম এ ওয়াহিদ চৌধুরীর কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে সূচিত মাহফিলে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ গ্রহণ করেন- সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি, কোষাধ্যক্ষ তাওহিদুল ইসলাম, বার্তা ২৪ এর সিলেট প্রতিনিধি ও জুলাই বিপ্লবে আহত মোশাহিদ আলী, বৈশাখী নিউজের সিলেট প্রতিনিধি ফাহিম আহমদ, জনতার ডাক সম্পাদক জসিম উদ্দিন, সিলেট নিউজ ওয়ার্ল্ডের বার্তা সম্পাদক আলমগীর আলম, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি ডিএইচ মান্না, বাংলা টিভির সিলেট প্রতিনিধি ফারুক মিয়া ফারুক, শুভ প্রতিদিনের ফটো সাংবাদিক রুবেল মিয়া, মুক্তি নিউজের সিলেট প্রতিনিধি আমীর আলী, আজকের সিলেট এর ফটো সাংবাদিক সোহেল মিয়া, টাইম বাংলা নিউজের ফটো সাংবাদিক নাহিদ আহমদ প্রমূখ।
দোয়া মাহফিলে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ আবু সাঈদ, ওয়াসিম আহমেদ, মীর মুগ্ধ, সাংবাদিক এটিএম তুরাব, সিলেটে নিহত ১৪ শহীদ সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত এবং এখন পর্যন্ত আহতদের সুস্থতা কামনায় মোনাজাত পরিচালনা করেন, বাংলাদেশ সরকারি কলেজ ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের সভাপতি ও বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা এহসান উদ্দিন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স