ব্রাহ্মণপাড়ায় সরকারি খালের উপর থেকে অবৈধ দোকান উচ্ছেদ
আপডেট সময় :
২০২৫-০৭-১৬ ২০:১৭:৫৫
ব্রাহ্মণপাড়ায় সরকারি খালের উপর থেকে অবৈধ দোকান উচ্ছেদ
মোঃ অপু খান চৌধুরী।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অবৈধভাবে সরকারি খালের উপর দোকান নির্মাণ করায় উচ্ছেদ করা হয়েছে। গতকাল ১৬ জুলাই (বুধবার) উপজেলার মাধবপুর ইউনিয়নের মিরপুর খালের উপর নির্মিত দোকান উচ্ছেদ করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা।
প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধ ভাবে সরকারি খালের উপর দোকান নির্মাণ করে উপজেলার মিরপুর গ্রামের অবৈধ দখলদার। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ ফারহানা পৃথা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং অবৈধ দোকানটি তাৎক্ষণিক ভেঙ্গে দেন। এ সময় তিনি অবৈধ দখলদারকে সতর্ক করেন।
এ সকল ভূমি দখলদারদের বিরোদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা। এ সময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল সহযোগীতা করেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স