সৎ মাকে হত্যার অভিযোগে দুই ছেলেকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব।
সৎ মাকে হত্যার অভিযোগে দুই ছেলেকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব।
নিজস্ব প্রতিবেদক- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সৎ মাকে হত্যার অভিযোগে দুই ছেলেকে মুন্সিগঞ্জ হতে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-১১।
বাংলাদেশ আমার অহংকার- এই স্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ১৪৯ জন, আরসা সদস্য-১৫ জন, জঙ্গি-০১ জন, হত্যা মামলায় ১৫৫ জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ৬৩ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ১৯ জন গ্রেফতারসহ ৯২ টি অস্ত্র, ১২৯৩ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ৩৪৮ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে র্যাব-১১। পাশাপাশি ৬২ জন অপহরণকারী গ্রেফতারসহ ৬৩ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ৬৬ জন, জেল পলাতক ৩৮ জন, প্রতারণার আসামী-১৫ জন সহ অন্যান্য অপরাধী প্রায় ৩৬৬ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র্যাব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, বাদী পেশায় একজন অটো মিশুক চালাক। গ্রেফতারকৃত আসামি ০২ জন সম্পর্কে বাদীর সৎ ভাই হয়। বাদীর সাথে বিবাদীদের পৈত্রিক সম্পত্তি ও পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়া বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধের জের ধরে প্রায় সময়ই বিবাদীরা বাদীর সহিত ঝগড়া বিবাদ করতো। তাদের মধ্যকার বিরোধটি স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ একাধিকবার আপোষ মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়।
তারই একপর্যায়ে গত ইং ১৪/০৭/২০২৫ইং তারিখ সময় সকাল অনুমান ১০.০০ ঘটিকায় সিদ্ধিরগঞ্জ থানাধীন পশ্চিম কলাবাগ (সাইলো গেইট) সাকিনস্থ বাদী বিবাদীর বসত বাড়ীতে বাদী ও বাদীর মা মোছাঃ দিনু বেগম (৬০) অবস্থানকালে পূর্ব বিরোধের জের ধরিয়া গ্রেফতারকৃত আসামিরা বসত বাড়ীর উঠানে এসে কোন অজুহাত ছাড়াই অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তখন বাদীর মা আগাইয়া গিয়া বিবাদীদের গালিগালাজ করতে নিষেধ করলে, বিবাদীরা একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মোছাঃ দিনু বেগমকে এলোপাথারীভাবে কিলঘুষি ও চর-থাপ্পর মারতে থাকে।
তারপর বাদী চিল্লাপাল্লার শব্দ পেয়ে এগিয়ে গেলে দেখতে পান যে, বিবাদীরা তার মাকে উঠানে ফেলে বুকে লাথি মারছে। বিবাদীদের আঘাতে ফলে বাদীর মায়ের মুখ দিয়া রক্ত বাহির হতে থাকে ও শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। তখন বাদী ও স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে প্রথমে ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, নারায়ণগঞ্জে নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক শরীরিক অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষনিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেই মোতাবেক ভিকটিমের উন্নত চিকিৎসার জন্য একই তারিখ সময় দুপুর অনুমান ০১.০০ ঘটিকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরবর্তীতে উক্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একই তারিখ সময় রাত্রি ১০.০০ ঘটিকায় ভিকটিম মোছাঃ দিনু বেগম মৃত্যু বরণ করেন।
এই হত্যাকান্ডের সাথে জড়িত আসামিদেরকে গ্রেফতারের জন্যে র্যাব-১১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করতঃ আসামিদেরকে গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব ১১, সদর কোম্পানী, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল ১৫ জুলাই, ২০২৫ ইং তারিখ দিবাগত রাত্রি আনুমানিক ০৩:৫০ ঘটিকার সময় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন বিবন্দী এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত মামলার এজাহারনামীয় আাসমি ১। জহিরুল ইসলাম (৩৫), ২। নজরুল ইসলাম (৩২), উভয় পিতা-ইসমাইল, সাং-পশ্চিম কলাবাগ, (সাইলো গেইট), থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জদ্বয়‘কে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।
গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ কার্যক্রম এর জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স