রাজস্থলীতে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা
আপডেট সময় :
২০২৫-০৭-১৬ ১৭:৩৭:০৭
রাজস্থলীতে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা
মোঃআইয়ুব চৌধুরী, রাজস্থলী প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ শহিদসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আলোচনা করা হয়।
বুধবার (১৬ জুলাই) রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্রের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- কৃষি কর্মকর্তা শাহরিয়াজ বিশ্বাস, রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার প্রতিনিধি ডাঃ নাজিম উদ্দীন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজুরুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল হাসেম মেম্বার, জামায়েত সভাপতি মাঃ ফরিদুল আহম্মদ, সাংবাদিকসহ উপজেলার কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
এসময় উপস্থিত সকলে ’শহীদদের’ আত্মার মাগফেরাত কামনা করেন, এবং একই সাথে উপজেলার সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ২০২৪ সালের জুলাইয়ে যে আন্দোলন শুরু হয়, তা পরে রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। সেই আন্দোলনের মধ্যে ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন। তার মৃত্যুর ঘটনায় আন্দোলন আরও তীব্রতা পায়।
পরে তীব্র আন্দোলনের মুখে ৫ অগাস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। দেড় দশক ধরে চলা আওয়ামী লীগের শাসনের অবসান হয়। এর তিন দিন পর ৮ অগাস্ট নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়
অভ্যুত্থানের সেই স্মৃতিকে ধরে রাখতে বর্ষপূর্তি উপলক্ষে ১ জুলাই থেকে ৫ অগাস্ট পর্যন্ত ৩৬ দিনের নানা অনুষ্ঠান ঘোষণা করে সরকার। সেই ধারাবাহিকতায় বুধবার পালিত হয় জুলাই শহীদ দিবস।
ইউএনও সজীব কান্তি রুদ্র বলেন, যে উদ্দেশ্যে সংঘটিত হয় জুলাই আন্দোলন আমরা সকলে যেন এটি স্বরণ করে চলি।এবং এ আন্দোলনে বিএনপিসহ সকল পর্যায়ের মানুষ অংশগ্রহণ করেন। ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে লক্ষে পৌছানো সম্ভব হয় এবং আমরা সকলের ঐক্যবদ্ধ চেষ্টায় এদেশকে শৃঙ্খলায় আনতে হবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স