ঢাকা , বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ , ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুর শ্রীপুরে ৭ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল


আপডেট সময় : ২০২৫-০৭-১৬ ১৫:০২:৩২
গাজীপুর শ্রীপুরে ৭ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল গাজীপুর শ্রীপুরে ৭ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল


নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে ৭ দফা দাবিতে আগামী ১৯ জুলাই রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের ডাক দিয়েছে আয়োজক সংগঠনসমূহ। সমাবেশটি দুপুর ২টায় শুরু হওয়ার কথা রয়েছে।


দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে এই সমাবেশে সর্বস্তরের নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে এ মিছিল থেকে। এ সমাবেশকে ঘিরে সারা দেশে চলছে ব্যাপক প্রস্তুতি ও প্রচার-প্রচারণা। এর অংশ হিসেবে মঙ্গলবার (১৫ জুলাই) বাদ আছর গাজীপুরের শ্রীপুর পৌরসভায় অনুষ্ঠিত হয় একটি বর্ণাঢ্য মিছিল। মিছিলটি শ্রীপুর চৌরাস্তা থেকে শুরু হয়ে রেলস্টেশন ঘুরে উপজেলা গেইটে এসে শেষ হয়।


মিছিলে অংশগ্রহণ করে শ্রীপুর পৌর জামায়াতসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণ। এতে সভাপতিত্ব করেন, শ্রীপুর পৌর জামায়াতের আমীর ডা. আনিসুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আবুল কালাম আজাদ।


বক্তারা জানান, আসন্ন সমাবেশে নির্বাচন ঘিরে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত, সহিংসতা প্রতিরোধ, প্রশাসনের নিরপেক্ষতা রক্ষা এবং নির্বাচন কমিশনের কার্যকর ভূমিকার দাবি জোরালোভাবে উপস্থাপন করা হবে।


আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করে বলেন, সমাবেশটি হবে শান্তিপূর্ণ, শক্তিশালী এবং ঐক্যবদ্ধ গণদাবির প্রতিফলন, যা জনগণের মৌলিক অধিকার, ভোটাধিকার ও সুশাসনের দাবিকে নতুন মাত্রা দেবে। এসময় মিছিলে অংশগ্রহণকারীদের কণ্ঠে ধ্বনিত হয় শ্লোগান,“চলো চলো ঢাকা চলো, সমাবেশ সফল করো।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ