হোসেনপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
হোসেনপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক- তৌহিদুল ইসলাম সরকার : কিশোরগঞ্জের- হোসেনপুর উপজেলায় বজ্রপাতে সাইদুল ইসলাম (৫৪) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার জিনারী ইউনিয়নের চর-হাজীপুর দেইড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত মহিউদ্দিনের পুত্র৷
স্থানীয়রা জানান, এদিন দুপুর আড়াইটার দিকে তিনি ঢেঁড়স ক্ষেত থেকে ঢেঁড়স তুলতে যান৷ আকাশে হঠাৎ করে মেঘ জমে বৃষ্টি ও ব্রজপাত শুরু হয়। এ সময় আকস্মিক বজ্রপাত হলে বজ্রাঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন, স্থানীয় ইউপি সদস্য মাসুদ আলম। তিনি জানান, এই মর্মান্তিক ঘটনায় তার পরিবার ও এলাকা বাসির মাঝে সুখের ছায়া নেমে এসেছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স