ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় পাটক্ষেতে ব্যবসায়ীর লাশ উদ্ধার


আপডেট সময় : ২০২৫-০৭-১৫ ১৭:৩৫:১২
খানসামায় পাটক্ষেতে ব্যবসায়ীর লাশ উদ্ধার খানসামায় পাটক্ষেতে ব্যবসায়ীর লাশ উদ্ধার
 

মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের মারগাঁও গ্রামে একটি পাটক্ষেত থেকে দেলোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।



এ ঘটনায়, এলাকাজুড়ে চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। নিহত দেলোয়ার হোসেন মারগাঁও গ্রামের মৃত ছলেমান আলীর ছেলে। তিনি পেশায় একজন ভুট্টা (পপকন) ব্যবসায়ী ছিলেন।



পরিবারের সদস্যরা জানান, সোমবার (১৪ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে দেলোয়ার হোসেন প্রতিদিনের মতো ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বের হন। রাত ৯টা ২৩ মিনিটে সর্বশেষ মোবাইলে পরিবারের সঙ্গে কথা হয়।  রাত সাড়ে ১০টার পর হলে পরিবারের লোকজন মোবাইল ফোনে যোগাযোগ করলে ফোনটি বন্ধ পাওয়া যায় এবং তিনি আর বাড়ি ফেরেননি।


মঙ্গলবার ১৫ জুলাই সকাল আনুমানিক ৫টার দিকে একই গ্রামের কৃষক আব্দুল বাকী পাটক্ষেতে পাট কাটতে গিয়ে পাটক্ষেতে কাদাযুক্ত অবস্থায় দেলোয়ারের মরদেহ পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে তিনি স্থানীয়দের খবর দেন। পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন।


খবর পেয়ে খানসামা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


নিহতের জামাতা রেজাউল করিম বলেন, আমার শ্বশুরের কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। তবে ব্যবসায়িক লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরেই কিছু সমস্যার কথা বলে আসছিলেন। আমরা মনে করি, পরিকল্পিতভাবেই তাকে হত্যা করা হয়েছে।


এ ঘটনায় নিহতের জামাতা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে খানসামা থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে এলাকাজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। আতঙ্কে রয়েছে গ্রামবাসী।


এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।





 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ