ঢাকা , সোমবার, ১৪ জুলাই ২০২৫ , ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

রায়গঞ্জে শেষ মুহূর্তে জমে উঠেছে‌ ধান ক্ষেতে ফুটবল খেলা


আপডেট সময় : ২০২৫-০৭-১৪ ১৯:৩৪:০১
রায়গঞ্জে শেষ মুহূর্তে জমে উঠেছে‌ ধান ক্ষেতে ফুটবল খেলা রায়গঞ্জে শেষ মুহূর্তে জমে উঠেছে‌ ধান ক্ষেতে ফুটবল খেলা
 

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ধান ক্ষেতে শেষ মুহূর্তে জমে উঠেছে ফুটবল খেলা। প্রতিবছরের ন্যায় এবারও ধান কাটার পরপরই শুরু হয়ে গেছে ফুটবল খেলা। 


এ সময় গ্রাম গঞ্জের ফসলের জমি যেন এখন ফুটবল খেলার মাঠ হিসেবেই ব্যবহার করা হয়ে থাকে। বিকেল হলেই শুরু হয়ে যায় ফুটবল খেলা। উপজেলার বিভিন্ন এলাকায় মাইক ভাড়া করে সন্ধা পর্যন্ত চলে এমন মনো মুগ্ধকর ফুটবল খেলা। আর রাত হলেই শুরু হয়ে যায় ধুমধাম করে মোড়ক পোলা ও ভুনা খিচুড়ির রান্নার পালা।


এ যেনো এলাকার ছোট বড় সবার কাছে এক অন্যরকম আনন্দ। উপজেলার অন্যান্য এলাকার মত গ্রামপাঙ্গাসীতেও শুরু হয়েছে আনুস্ঠানিক ভাবে মনো মুগ্ধকর ফুটবল খেলা।


বিভিন্ন নামে বিভিন্নভাবে ভাগ করে খেলতে দেখা যায় উপজেলার বিভিন্ন এলাকার পাশাপাশি গ্রামপাঙ্গাসী, কৃষ্নদিয়া, বোয়ালিয়ারচর, নিজামগাতী, চাঁনপাড়া ও কারিগরপাড়াতেও। মাঠের সীমানার বাইরে থেকে তাদের উৎসাহ দিতে দেখা যাচ্ছিল বিভিন্ন বয়সের উৎসুক জনতাকে।


দর্শক শারির একজনের সাথে কথা হলে তিনি জানান, যখন ধান কাটা শেষ, তো সবার অবসর হয়ে যায়। তখন আর কাজ থাকে না। এই সময়ে বর্ষার পানি ও আমন ধান রোপনের আগ পর্যন্ত ছোটদের পাশাপাশি বড়রাও ফুটবল খেলা নিয়ে ব্যাস্ত থাকেন। কাজ না থাকায় আমরাও বসে বসে উপভোগ করছি এ মনোমুগ্ধকর ফুটবল খেলা। এ রকম মনো মুগ্ধকর ফুটবল  খেলা প্রায় প্রতি বছরেই আমন ধান কাটার পর পরই শুরু হয়ে থাকে।


এদিকে, এবারের ফুটবল খেলা আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে শেষ করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।




 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ