ঢাকা , সোমবার, ১৪ জুলাই ২০২৫ , ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-০৭-১৪ ১৭:৩৯:২২
ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

 
মোঃ হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে-


দিনাজপুরের ফুলবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা। সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী।


সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে করণীয়সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।


সভায় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মহিব্বুল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মশিউর রহমান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।


সভায় ইউএনও মোঃ ইসাহাক আলী বলেন, উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদেরও দায়িত্ব রয়েছে সমাজ থেকে অপরাধ দূর করার। সভা শেষে নির্ধারিত বিভিন্ন সিদ্ধান্ত  গ্রহণ করা হয় এবং আগামী মাসে বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার আশ্বাস দেন সভাপতি।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ