ঢাকা , সোমবার, ১৪ জুলাই ২০২৫ , ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বোয়ালখালীতে শহীদ ওমরের কবর জেয়ারত করেছেন নবাগত ওসি


আপডেট সময় : ২০২৫-০৭-১৩ ২৩:৫৬:৩১
বোয়ালখালীতে শহীদ ওমরের কবর জেয়ারত করেছেন নবাগত ওসি বোয়ালখালীতে শহীদ ওমরের কবর জেয়ারত করেছেন নবাগত ওসি


এম মনির চৌধুরী রানা- চট্টগ্রামে বোয়ালখালীতে জুলাই আন্দোলনে ঢাকা উত্তররা শহীদ ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছারের কবর জিয়ারত করেছেন বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফর রহমান।


শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকবুদন্ডী গ্রামের শহীদ ওমরের বাড়িতে যান ওসি। তিনি ওমরের কবর জিয়ারত শেষে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং সকল সদস্যদের খোঁজ খবর নেন।


এসময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বোয়ালখালী উপজেলার ছাত্র প্রতিনিধিবৃন্দ। ওসি মো. লুৎফুর রহমান বলেন, এই শ্রদ্ধার্ঘ্য শুধু একজন শহীদের প্রতি সম্মানই নয় বরং বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকারেরও প্রতিফলন। শহীদের রক্ত বৃথা যেতে পারে না। আমাদের সবাইকে বৈষম্য রোধে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।


ছাত্র প্রতিনিধিদের মধ্যে ছিলেন নিভরাস, আরিফুস সাকিব যামিম, ফয়সাল রায়হান, আরিফুল ইসলাম, মোহিত, ফয়সাল নাহিন, আসিফ, রাব্বি, নজরুল, মেহেদী হাসান প্রমুখ।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ