ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামী গ্রেফতার।
ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামী গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক- র্যাব-১৩ এর অভিযানে রংপুর মহানগরীর কোতয়ালী থানা এলাকা হতে ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামী গ্রেফতার।
বাংলাদেশ আমার অহংকার- এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্সেস র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
বাদী কর্তৃক দায়েরকৃত এজাহারসূত্রে জানা যায় যে, প্রেমের সম্পর্কের জের ধরে ধৃত ১নং আসামী মোঃ জাহাঙ্গীর আলম গত ০৪/০৭/২০২৫ ইং তারিখে ভিকটিমকে বিবাহ করার কথা বলে ফোন করে ডাকে এবং একই তারিখ সকাল অনুমান ১১:৩০ ঘটিকায় বদরগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের পিছনে কলেজ পাড়ায় জনৈকা মোছা: মেরিনা বেগম নামে এক মহিলার বাড়িতে ভিকটিম পৌঁছানোর পর সেই বাড়িতে কেউ না থাকার সুযোগে ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম বাদী হয়ে বদরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-০৩/১৪৩, তাং-০৫/০৭/২০২৫ ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন ২০২০) এর ৯ (১)।
এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সদর কোম্পানীর একটি আভিযানিক দল ইং ১২/০৭/২০২৫ তারিখ রাত ১০.০৫ ঘটিকার সময় রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন প্রয়াস সেনা বিনোদন পার্কের মোড়, ঘাঘট, রংপুর এলাকায় অভিযান পরিচালনা করে রংপুর জেলার বদরগঞ্জ থানার ধর্ষণ মামলার পলাতক ১নং আসামী মোঃ জাহাঙ্গীর আলম (২০), পিতা-মোঃ মোজাফফর হোসাইন, সাং-বিষ্ণুপুর পাঁচ তেপতি পাইকার পাড়া, ০৮নং ওয়ার্ড, ১৪নং বিষ্ণুপুর ইউপি, থানা-বদরগঞ্জ, জেলা-রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স