ঢাকা , রবিবার, ১৩ জুলাই ২০২৫ , ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

একাধিক বার গণধোলাই ও গ্রেফতার হয়ে জেল খাটলেও প্রতারক কামাল প্রধানের অপকর্ম থামছে না


আপডেট সময় : ২০২৫-০৭-১২ ১৪:৪৫:১৭
একাধিক বার গণধোলাই ও গ্রেফতার হয়ে জেল খাটলেও প্রতারক কামাল প্রধানের অপকর্ম থামছে না একাধিক বার গণধোলাই ও গ্রেফতার হয়ে জেল খাটলেও প্রতারক কামাল প্রধানের অপকর্ম থামছে না

স্টাফ রিপোর্টার: বিভিন্ন অপরাধে অভিযুক্ত একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি কামাল প্রধান নারায়ণগঞ্জের এক অভিসাপ হিসেবে আবির্ভূত হয়েছে। নি:স্ব করে দিচ্ছে অসহায় নিরীহ মানুষদের। প্রতারক কামাল প্রধান নিজেকে অনুমোদনহীন ভূয়া পত্রিকার সম্পাদক, প্রকাশক, নারায়ণগঞ্জ মহানগর এলডিপির সভাপতি এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী পরিচয় দিয়ে প্রতারণা করে আসছে দীর্ঘদিন যাবত। টার্গেট করে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসআপ, ম্যাসেঞ্জার ও ফেসবুকে ভুয়া ফেক আইডি খুলে বিভিন্ন মর্যাদাশীল ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মান সম্মান ক্ষুন্ন ও সামাজিক মর্যাদার ক্ষতি করছে। 
 

এছাড়াও মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে মানুষদের ফাসিয়ে চাঁদাবাজী করছে বলে অভিযোগ রয়েছে। তার কবল থেকে বাদ যাচ্ছে না সাংবাদিক এবং পুলিশও। প্রতারক কামালের বিরুদ্ধে নারায়ণগঞ্জ, বন্দর, সোনারগাঁ, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা থানা এবং আদালতে সব মিলেয়ে প্রায় ২২ টি ফৌজদারী মামলা রয়েছে। কয়েকটি মামলায় সাজাপ্রাপ্ত হয়েছে। কিছু দিন পর পরই পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করেছে। বহুবার ডান্ডাবেরী পরা অবস্থায় জেল খেটেও সংশোধন হয়নি বরং জেল থেকে জামিনে বেড়িয়েই আবারো অপকর্ম করেই যাচ্ছে। যার কারণে কয়েকবার গণধোলাইও খেয়েছে এই প্রতারক। 
 

বন্দর উপজেলার নবীগঞ্জ বাগবাড়ী এলাকার আবুল প্রধানের কুলাঙ্গার ছেলে কামাল প্রধান জাল দলিল সৃজন, ভুয়া স্ট্যাম্প তৈরি, ভূমিদস্যুতা, বিদেশে লোক নেয়ার কথা বলে টাকা আত্মসাৎ, নারী কেলেঙ্কারি, চেক ডিজঅনার, আর্থিক লেনদেনের ভুয়া অঙ্গীকারনামার সহ নানা অভিযোগে অভিযুক্ত। শুধু তাই নয়, কামালের ভাই, বোন, বউ, ছেলে সহ আরো কয়েকজন এলডিপির নেতা কর্মী পরিচয়ে এই প্রতারকচক্র গড়ে তুলেছে। তাদের বিরুদ্ধেও মামলা রয়েছে। চক্রটি কখনো সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ও কেরানীগঞ্জের ব্রাহ্মনগায়ের কোন্ডা গ্রামের ঠিকানা ব্যবহার করে। 


এই প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে নারায়ণগঞ্জ শহর এবং ঢাকা জাতীয় প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন করছে, ক্ষতিগ্রস্থ ব্যাক্তি ও সচেতন নারায়ণগঞ্জবাসী। তারপরও থামছে না সাজাপ্রাপ্ত আসামি কামাল প্রধানের অপকর্ম। তাহলে এই প্রতারকদের রুখবে কে এই প্রশ্ন নারায়ণগঞ্জবাসীর।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ