ঢাকা , শনিবার, ১২ জুলাই ২০২৫ , ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের দিনই আত্মহত্যা করলো বর


আপডেট সময় : ২০২৫-০৭-১২ ০০:৫১:৫২
বিয়ের দিনই আত্মহত্যা করলো বর বিয়ের দিনই আত্মহত্যা করলো বর
 
 
মো: গোলাম কিবরিয়া, রাজশাহী প্রতিনিধি:
 
বিয়ের দিনই আত্মহত্যা করেন বর। ঘটনাটা ঘটেছে রাজশাহীর বাগমারায়। বাড়িতে বিয়ের বাজনা বাজছে, চারদিকে আনন্দ আর উৎসবের বন্যা বইছে, আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা আনন্দ করছেন, এমন সময় দেখা গেলো ঘরের তীরের সাথে গলাই রশি জড়ানো বরের লাশ। এমন হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাগমারা উপজেলার খাজুর করখন্ড গ্রামে। এমন ঘটনার পরপরই এলাকাবাসী ও বর কনের পরিবারে চলছে শোকের মাতম। নিহত সুমন রেজা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের করখন্ড গ্রামের উচমান আলীর ছেলে। পুলিশ নিহত সুমনের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। এই ঘটনার পরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
 
 
 
স্থানীয় লোকজন জানান, গত এক মাস আগে সুমন পাশ্ববর্তি জেলা নওগাঁর সাবাই হাট তেতুলিয়া গ্রামে বিয়ে করেন। বউকে নতুন ভাবে ঘরে আনার দিন খান ছিল শুক্রবার (১১ জুলাই)। এই দিনই সুমনের নববধূকে নিতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন চলছিল।
 
 
অনুষ্ঠানের জন্য পরপর বউকে ম্বশুর বাড়ি রাখা হয়। শুক্রবার (১১ জুলাই) দুপুরে বউকে আনুষ্ঠানিক ভাবে নিতে যাবে। অনুষ্ঠান করে ধুমধামের মাধ্যমে বিয়ে সম্পন্ন করতে শ্বশুর বাড়িতে সবাই ছিল ব্যস্ত। সুমনের বাড়িতে সকালে বিয়ে উপলক্ষে বাড়িতে আসা অতিথিদের ভীড়। রাতে ঘুম হয়নি বলে মাকে বলে ঘরের দরজা বন্ধ করে সুমন ঘুমাতে যায়।
 
 
বাড়ির লোকজনদের খাবার করতে মায়ের আনুসাঙ্গিক জিনিসপত্র প্রয়োজন। সুমনের ঘরেই ছিল চাল-ডাল। প্রয়োজনে মা তাকে ঘরের দরজা খুলতে বললে কোন সাড়া পায় না। অনেক ডাকা-হাকার পর সাড়া না পেয়ে মা অন্যদের সহযোগীতা ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে ঘরে। সকাল সাড়ে ৮টার দিকে তার শয়ন ঘরের তীরের সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে ফাঁসিতে ঝুলছে সুমন । পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে দ্রুত সুমনকে উদ্ধার করে।
 
 
পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে স্থানীয় চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। স্থানীয় লোকজন জানান, সুমন মাদকাসক্ত ছিলেন। বেশ কিছু দিন ধরে তার চলাচল অস্বাভাবিক ছিল। বিয়ে করার পর ভালো হবে এমনটি আসা করে তার পিতা-মাতা বিয়ে দিয়েছেন। বউ আনার দিনেই দুনিয়া থেকে চির বিদায় নিলেন সুমন রেজা। তার মৃত্যুতে দুই পরিবারের মধ্যে শোকের মাতম বইছে।
 
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
 
 
 
 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ