ঢাকা , শনিবার, ১২ জুলাই ২০২৫ , ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ভূঞাপুরে গৃহবধূর আত্মহত্যা


আপডেট সময় : ২০২৫-০৭-১২ ০০:২৫:০৫
ভূঞাপুরে গৃহবধূর আত্মহত্যা ভূঞাপুরে গৃহবধূর আত্মহত্যা

মোঃ শহিদুল ইসয়াম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে শুক্রবার (১১ জুলাই) ফাঁসিতে ঝুলে থাকা গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিজ ঘরের ফ্যানের সাথে ওড়না পেচিয়ে দ্বিতীয় তলার বাসার নিচ তলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে পাথাইলকান্দী গ্রামের মিঠু শেখের স্ত্রী তানিয়া আক্তার (৩২)।

বাসাটি তাদের নিজস্ব, স্বামী পাথাইলকান্দী বাজারে ডিজেল তেলের দোকান করে। সকালে তার স্ত্রীকে রেখে দোকানে চলে যায়। স্থানীয়রা ঘরের দরজা খোলা দেখে দেখতে যায়। তখন ঘরের ভিতরে ফ্যানের সাথে তানিয়াকে ঝুলতে দেখে চিৎকার করলে স্থানীয়রা এসে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

তানিয়া দম্পতির মাহি নামে ১৩ বছরের একটি ছেলে আছে।

স্থানীয় মেম্বার নাজির হোসেন জানান, সে বেশ কিছুদিন যাবত মানসিক রোগে ভুগতেছিলেন।

ওসি তদন্ত আনোয়ার হোসেন জানান, আইনগত পরীক্ষা শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

 

 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ